২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

করোনায় জর্জরিত হয়েও রিয়ালের জয়রথ অব্যাহত

- Advertisement -

রাফায়েল জামোরা, ডিয়েগো পিনেইরো, পিটার, টনি ফুইদিয়াস… নামগুলো শুনেছেন? পাঁড় রিয়াল মাদ্রিদ ভক্ত না হলে না শোনাই স্বাভাবিক। এইসব আনকোরা তরুণ নামগুলোকে বেঞ্চে নিয়েই আজ আতলেতিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নেমেছিলো রিয়াল মাদ্রিদ। একাদশে জায়গা পেয়েছিলেন ১৯ বছরের এদুয়ার্দো কামাভিঙ্গা! কারণ করোনার কারণে  মদ্রিচ, আলাবাসহ অনেকে ও ইনজুরির কারণে ক্যাসেমিরোসহ মূল স্কোয়াডের সিংহভাগ ছিলো অনুপস্থিত। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকলেও পয়েন্ট হারাবার ভয় বা চাপ মাদ্রিদকে পেয়ে বসতেই পারতো।

কিন্তু রিয়াল মাদ্রিদ এই মৌসুমে যেন অন্য ধাতুতে গড়া! ভয়-চাপ? করিম বেনজেমা তো ম্যাচ শুরুর সাত মিনিটের মধ্যেই তাঁর অর্ধেকটাই উড়িয়ে দিলেন! বেনজেমার জোড়া গোলে বিলবাওকে ২-১ গোলে হারিয়ে নতুন বছর পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই শুরু করা নিশ্চিত করেছে রিয়াল। এই ম্যাচে পেশাদার ক্যারিয়ারে নিজের ৪০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন বেনজেমা।

উত্তেজনাপূর্ণ এই ম্যাচে তিনটি গোলই হয়েছে শুরুর দশ মিনিটে। ৪ ও ৭ মিনিটে বেনজেমার দুটি অসাধারণ গোলের পর ১০ মিনিটের মাথায় বিলবাওয়ের ওইহান সানচেত একটি গোল শোধ দেন।

এরপর দুইদলই ম্যাচজুড়ে সুযোগ সৃষ্টি করেছে কিন্তু গোল দিতে পারেনি।  রিয়াল আরো বেশি গোলে জিততেই পারতো। তবে বিলবাওয়ের গোলকিবপার জুলেন আগ্রিজাবালা গোটা সময়টা ছিলেন চীনের প্রাচীর। রিয়ালের নবাগত একাডেমির ফরোয়ার্ড পিটার ও টনি ক্রুসের পরপর দুটি শটও এক পর্যায়ে ঠেকিয়ে দেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img