তাঁকে বলা হয় সাকিব তামিম মুশফিকদের গুরু। বাংলাদেশের সফলতম না হলেও প্রিয়তম কোচদের একজন তিনি। ২০১১ বিশ্বকাপের পর যিনি ছেড়ে গিয়েছিলেন দায়িত্ব সেই জেমি সিডন্স ফিরছেন বাংলাদেশে। এবং ব্যাটিং পরামর্শক হিসেবেই ফিরে আসছেন জেমি সিডন্স।
শুক্রবার বিসিবি পরিচালনা পর্ষদের মিটিং শেষে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে ঠিক জাতীয় দলের দায়িত্বেই ফিরবেন কিনা এই অস্ট্রেলীয়, সেটি নিয়ে এখনো খোলাসা করেননি তিনি। তবে তাঁর কথায় যতদূর বোঝা গিয়েছে যখন জাতীয় দলের সিরিজ চলে তখন পাইপলাইনের খেলোয়াড়দের ব্যাটিংয়ের উন্নতিতে সার্বক্ষণিক একজনকে দায়িত্ব দিতেই ডাকা হচ্ছে তাকে।
“(সে কোন দায়িত্বে ফিরবে) সেটি আমরা ঠিক করব। হতে পারে জাতীয় দল, হতে পারে এইচপি বা বাংলা টাইগার্স বা অনূর্ধ্ব-১৯ দল। এমনকি এমনও হতে পারে আমরা ১৫-১৬ জন ছেলেদের বাছাই করে তাকে দিলাম।”
“আসলে যখন আমাদের আন্তর্জাতিক সিরিজগুলি চলে তখন কোচিংয়ের কোন সুযোগ থাকে না। খেলোয়াড়রা যখন সিরিজে বাইরে চলে যায়, তখন যারা বাংলাদেশে রয়ে গেছে তাদের কোচিং করাবে কে? আমরা এই গ্যাপটাই দূর করতে চাচ্ছি।”- বলেছেন পাপন
দেশের ক্রিকেট সমর্থকদের দীর্ঘদিনের দাবি এই কোচকে ফিরিয়ে আনা। মাশরাফি সাকিবসহ জাতীয় দলের অনেক সিনিয়র ক্রিকেটাররাই সম্প্রতি বলেছেন তার উপযোগিতার কথা। অবশেষে বিসিবি তাদের আবেদনে সাড়া দিচ্ছে!