ভারত টেস্ট দলের অন্যতম ভরসার নাম ভিরাট কোহলি, সেইসাথে সফল অধিনায়কও বটে! ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকের পর কেটে গেছে দশ বছর! সেই দলেরই কোহলির সতীর্থ ব্যাটার রাহুল দ্রাবিড় এখন ভারত দলের প্রধান কোচ। ‘কিং কোহলির’ দীর্ঘ ১০ বছরের এই টেস্ট ক্যারিয়ারকে তিনি দেখছেন এক বিস্ময়কর ক্রিকেটীয় যাত্রা হিসেবে। নেতৃত্বগুণ এবং ড্রেসিংরুমের পরিবেশ বদলে দিতে কোহলি নাকি জুড়ি মেলা ভার!
“এই দশ বছরে সে উন্নতি করেছে এবং দিন দিন আরও ভালো খেলছে। কোহলি এমন একজন ক্রিকেটার যে নিজেকে সবসময় খেলার সাথেই সম্পৃক্ত রাখতে চায়। সে যেখানেই খেলুক না কেনো সফল হয়”- এক ভিডিও বার্তায় দ্রাবিড় বলছিলেন
অভিষেক টেস্টে কোহলির সতীর্থ ছিলেন দ্রাবিড়
নিজের অভিষেক টেস্টের দুই ইনিংসে কোহলি তুলতে পেরেছিলেন মাত্র ৪ এবং ১৫ রান। অথচ ১০ বছর পরে ৯৭ টেস্ট খেলা তাঁর ঝুলিতে রয়েছে ২৭টি শতক এবং ২৭টি অর্ধশতকসহ মোট ৭৮০১ রানের মাইলফলক। কোহলির এমন সাফল্য নাকি মুগ্ধ করে প্রথম টেস্টের সতীর্থ ব্যাটার রাহুল দ্রাবিড়কে, “ওর প্রথম টেস্টে আমরা একসাথেই খেলেছিলাম। গত ১০ বছর ধরে ব্যাট হাতে ওর ম্যাচ জেতানো পারফরম্যান্স, দলকে নেতৃত্ব দেয়ার ক্ষমতা এবং মাঠের সাফল্য আমাকে বিস্মিত করে”
ভারতের ড্রেসিংরুমকে বদলে দিয়েছেন অধিনায়ক কোহলি
২০১৪ সালে টেস্ট অধিনায়কত্ব গ্রহণ করার পর থেকে ৬৬টি টেস্ট খেলে কোহলি মেন ইন ব্লুদের জিতিয়েছেন ৩৯টি টেস্টে। ভারতের সফল এই টেস্ট অধিনায়ক নিজের নেতৃত্বগুণের ছাপ রাখার পাশাপাশি পাল্টে দিয়েছেন ড্রেসিংরুমের সংস্কৃতি। কোচ হিসেবে দ্রাবিড় চান কোহলিকে সাথে নিয়ে দলে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে, “বিভিন্ন পদ্ধতিতে সে দলের মধ্যে ফিটনেস ও এনার্জি ধরে রাখা এবং যেকোনো পরিস্থিতিতে ভালো খেলার একটা সংস্কৃতি বয়ে নিয়ে এসেছে। যা বাইরে থেকে দেখে চোখধাঁধানো মনে হয়। এখন আমি এই দলের অংশ হতে পেরেছি। আমি তাঁকে সাথে নিয়েই দলকে এগিয়ে নিতে চাই”