১২ মার্চ ২০২৫, বুধবার

বিসিএলে শফিকুলের পাঁচে ‘৫’

- Advertisement -

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চলছে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল এবং বিসিবি উত্তরাঞ্চলের মধ্যকার খেলা। টসে জিতে ফিল্ডিংয়ে উত্তরাঞ্চল,শুরুটাও হয়েছে দারুণ। রাজশাহীর পেসবান্ধব উইকেটে খেলতে নেমে শফিকুল ইসলামের বোলিং তাণ্ডব দেখলো পূর্বাঞ্চলের খেলোয়াড়রা। শফিকুল একাই তুলে নিয়েছেন পাঁচ-পাঁচটি উইকেট।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পূর্বাঞ্চল। চতুর্থ ওভারে পর পর দুই বলে ইমরুল কায়েস এবং শামসুর রহমান শুভর উইকেট তুলে নেন শফিকুল। তবে অল্পের জন্য হ্যাট্রিক বঞ্চিত হন এই পেসার। পরের বলে উইকেট না পড়লেও তারপরের বলেই শাহাদাত হোসেন দিপুরও উইকেটটিও পেয়ে যান তিনি। ৫ ওভার শেষে ১০ রান তুলতেই পূর্বাঞ্চলের নাই তিন উইকেট, শফিকুলের ঝুলিতে তিন উইকেট। পরের স্পেলে বোলিং করতে নেমে আবারো শফিকুল তাণ্ডব। ২৩তম ওভারে আফিফ হোসেন ধ্রুবকেও প্যাভিলিয়নে ফিরিয়েছেন শফিকুল একাই। ৪ উইকেট হারিয়ে ৭৬ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় পূর্বাঞ্চল। তবে বিরতির পরও যেন শান্তি নেই পূর্বাঞ্চলের ব্যাটারদের মনে। লাঞ্চ থেকে ফিরেই আরও শক্তি সঞ্চয় করে মাহমুদুল হাসানের উইকেট তুলে নেয়ার সাথে সাথেই শফিকুল পেয়ে যায় পাঁচ-পাঁচটি উইকেট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শফিকুল ১৪ ওভারে ৩৫ রান দিয়ে তুলে নিয়েছেন ৫টি উইকেট। ২০২০ সালের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার হয়ে খেলেছিলেন বগুড়ার এই বোলিং অলরাউন্ডার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img