১৪ মার্চ ২০২৫, শুক্রবার

চট্টগ্রামে আবারও সৌম্যের সেঞ্চুরি

- Advertisement -

বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম ম্যাচে সৌম্য সরকার চট্টগ্রামে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। সেই চট্টগ্রামেই দক্ষিণাঞ্চলের বিপক্ষে তুলে নিয়েছেন আরও একটি শতক। ২০৫ বলে সেঞ্চুরির  ইনিংসটিতে আছে আট চার এবং তিন ছয়।

বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ, সৌম্য সরকারকে ছুড়ে ফেলতে সময় নেয়নি ম্যানেজমেন্ট। জাতীয় দলে ফিরতে হলে প্রথম শ্রেণির ক্রিকেটে করতে হতো দারুণ কিছু, ব্যাট হাতে সেটাই করে চলেছেন অনেক ম্যাচ জয়ের নায়ক। দুবাই থেকে এসেই পৌঁছে গেছেন সাভার, প্রতিপক্ষ সিলেট; প্রথম ইনিংসেই সৌম্যের ব্যাট থেকে ৫৭, পরের ইনিংসে নামতে হয়নি ব্যাটিংয়ে!

সাভারেই জাতীয় লিগের পরের ম্যাচে ঢাকার বিপক্ষে ৬৫, শূন্য রানের ইনিংস দিয়ে জাতীয় লিগ পর্ব শেষ করলেও ব্যর্থ বলার উপায় নেই টাইগার ব্যাটসম্যানকে।

পুরো টুর্নামেন্ট জুড়েই সৌম্যের ব্যাট হাসছে

জাতীয় লিগ পর্ব শেষ হতেই বাংলাদেশ ক্রিকেট লিগ, সাভারের পরিবর্তে এবার ভেন্যু চট্টগ্রাম। লিগের নাম বদলেছে, ভেন্যু বদলেছে কিন্তু বদলেনি সৌম্যের পারফরম্যান্স। বিসিএলের শুরুতেই পশ্চিমাঞ্চলের বিপক্ষে ১০৪* রানের অপরাজিত ইনিংস, পরের ম্যাচেই পূর্বাঞ্চলের বিপক্ষে ৭৩! চট্টগ্রামে রোববার দক্ষিণাঞ্চলের বিপক্ষে মাঠে নামার পূর্বে ৬ ইনিংসে সৌম্যের সংগ্রহ ৬০ গড়ে ৩০১!

দক্ষিণাঞ্চলের বিপক্ষে চলমান ম্যাচেও বজায় রেখেছেন ধারাবাহিকতা, তুলে নিয়েছেন সেঞ্চুরি। ইনিংসটাকে কতোবড় করতে পারেন, সেটাই এখন দেখার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img