১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

‘বোল্যান্ড’ ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড

- Advertisement -

বিসব্রেন থেকে অ্যাডিলেড, অ্যাডিলেড থেকে মেলবোর্ন…

না, ‘বক্সিং ডে’ টেস্টেও ভাগ্য সহায় হলো না ইংল্যান্ডের। তৃতীয় দিনের প্রথম সেশনেই এক ইনিংস এবং ১৪ রানের বিশাল ব্যাবধানে তৃতীয় টেস্টও জিতে নিলো অস্ট্রেলিয়া। সেইসাথে দুই টেস্ট বাকি থাকতেই অজিরা জিতে নিলো সিরিজটাও! ডানহাতি পেসার স্কট বোল্যান্ডের বোলিং তাণ্ডবে দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৮ রানেই গুটিয়ে যায় ইংলিশরা। তৃতীয় দিন মাত্র ১৫.৪ ওভারই টিকে থাকতে পেরেছে ইংল্যান্ড।

দিনের শুরুতেই আগের দিন ৩১ রানেই ৪ উইকেট হারানো ইংলিশদের আশার প্রদীপ হয়ে ব্যাটিংয়ে নামেন জো রুট-বেন স্টোকস জুটি। শুরুতে বেশ দেখেশুনেই রান তুলতে থাকেন এই দুই ব্যাটার। দলগত রান যখন মোটে ৪৬, তখনই মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে তুলে সাজঘরে ফিরেন স্টোকস ১১ (১৬)।

এরপরের গল্পটুকু শুধুই যেন বোল্যান্ডের জন্যই তোলা ছিলো! আগের দিন এক ওভারে দুই উইকেট পাওয়া বোল্যান্ড একে একে তুলে নিয়েছেন জনি বেয়ারস্টো, জো রুট, মার্ক উড এবং ওলি রবিনসনের উইকেট। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৭ রান খরচায় স্কট বোল্যান্ডের ঝুলিতে তাই ছয়-ছয়টি উইকেট! এরপর জেমস অ্যান্ডারসনকে আউট করে ইংল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আরেক পেসার ক্যামেরুন গ্রিন। প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান রুট দ্বিতীয় ইনিংসে তোলেন সর্বোচ্চ ২৮ (৫৯) রান। এছাড়াও মিচেল স্টার্ক পেয়েছেন তিন উইকেট। দুই ইনিংসে সাত উইকেট নেয়া অভিষিক্ত স্কট বোল্যান্ড পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

এই টেস্টে মেলবোর্নের মাঠে বল গড়িয়েছে মাত্র ১০৮৪ বার, যা অস্ট্রেলিয়ার ৭০ বছরের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img