ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটার মহেন্দ্র সিং ধোনিকে পিছনে টেস্ট ক্রিকেটে ভারতের দ্রুততম ১০০ ডিসমিসালের রেকর্ড এখন রিশভ পান্থ দখলে। ৯২টি ক্যাচ এবং 8টি স্টাম্পিংসহ এই মাইলফলকে পৌঁছতে তাঁর লেগেছে মাত্র ২৬টি টেস্ট।
A century of dismissals for @RishabhPant17 from behind the stumps in whites👏👏
He becomes the fastest Indian wicket-keeper to achieve this feat.#SAvIND pic.twitter.com/6pHpfnLDO1
— BCCI (@BCCI) December 28, 2021
বক্সিং ডে টেস্টে ডিসমিসালের সেঞ্চুরি পেতে পান্থের দরকার দরকার ছিলো মাত্র ৩টি ডিসমিসাল। এর আগে ৩৬টি টেস্টে ১০০ ডিসমিসাল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন মহেন্দ্র সিং ধোনি এবং ঋদ্ধিমান সাহা।
নিজের আইডল ধোনিকে পিছনে ফেলে এই মাইলফলক অর্জন করতে সুপারস্পোর্ট পার্কে এই উইকেটরক্ষক ব্যাটার একে একে লুফে নেন বাভুমা, ডিন এলগার এবং উইয়ান মুলদারের ক্যাচ। ফলস্বরূপ, ধোনি এবং ঋদ্ধিমানের চেয়ে ১০টি টেস্ট কম খেলেই মেন ইন ব্লুদের টেস্ট ক্রিকেট ইতিহাসের দ্রুততম ১০০ ডিসমিসালের মালিক বনে যান রিশভ পান্থ।