২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

‘শেষের শুরু’র ইনিংসে টেলরকে নিরাশ করলেন শরিফুল

- Advertisement -

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন ” তাঁর শেষ টেস্ট সিরিজ তাই সে অবশ্যই বড় কিছু করতে চাইবে। তাঁকে নিয়ে অত্যন্ত সতর্কভাবে পরিকল্পনা করতে হবে”

ম্যাচে বাংলাদেশের অ্যাপ্রোচ দেখে মনে হচ্ছিলো সেই পরিকল্পনা ছিলো রস টেলরকে টানা ফোর্থ স্ট্যাম্প বরাবর বল করা। কারণ টেলর লেগসাইডে যতটা স্বচ্ছন্দ্য ফোর্থ স্ট্যাম্পে ততটা নন। কিন্তু শেষের শুরু বলেই কিনা। আজ ঐ বলগুলোকেই শক্তহাতে কাট করে বাউন্ডারিতে পাঠাচ্ছিলেন। প্রায় ওয়ানডে স্টাইলে খেলছিলেন।

তবে অতি আক্রমণাত্মক মনোভাবই হয়তো কাল হলো। শরিফুল ইসলামের ঐ ফোর্থ স্ট্যাম্পের ফাঁদেই পা দিলেন টেলর। ড্রাইভ করতে গিয়ে  শর্ট কভারে সাদমানকে দিলেন ক্যাচ। ৬৪ বলে ৩১ রানে ফিরেছেন প্যাভিলিয়নে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোর ৭০ ওভারে ১৯৬/৩। ডেভন কনওয়ে ১০৩ ও হেনরি নিকোলস ৫ রানে অপরাজিত আছেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img