২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

পাকিস্তানের ‘পাওয়ার হিটিং’ কোচ হচ্ছেন আফ্রিদি!

- Advertisement -

পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন প্রায় চার বছর আগে। ঘরোয়া লিগ খেলে গেলেও আসছে পিএসএল দিয়েই ইতি টানবেন ক্রিকেট ক্যারিয়ারের। ইতোমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়েছে নতুন দুই কোচের; দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকেই ভাবছেন বাবর আজমদের পাওয়ার হিটিং কোচ হিসেবে দেখা যেতে পারে আফ্রিদিকে। এই বিষয়ে ৪২ বছর বয়সী তারকার নিকট জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন এখনও কেউ তাকে প্রস্তাব দেয়নি।

“এখন অব্দি কেউই আমার সাথে পাওয়ার হিটিং কোচ হওয়ার ব্যাপারে যোগাযোগ করেনি”- বলছিলেন আফ্রিদি

সেইসাথে আফ্রিদি আরও জানান, “যদি কেউ আমার সাথে যোগাযোগ করে, তখন এইব্যাপারে ভেবে দেখব।”

ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানাতে চলেছেন পিএসএলের মধ্য দিয়ে

নিজের বর্ণাধ্য ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন, আছেন কোয়েটা গ্লাডিয়েটর্সের জার্সিতে মাঠে নামার অপেক্ষায়। অধিনায়ক সরফরাজ আহমেদের মাঝে মাঝেই মেজাজ হারানোর, আবেগপ্রবণ হয়ে যাওয়ার অভ্যাস আছে। তবে, আফ্রিদি বলেছেন তিনি সরফরাজের খেয়াল রাখবেন, “আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করব। সে মাঝে মাঝেই আবেগপ্রবণ হয়ে পড়ে, মাঠে মেজাজ হারিয়ে ফেলে। আমি চেষ্টা করব তাকে ঠান্ডা রাখার। মাঠে নিজের সর্বোচ্চ সাপোর্টটাই করব।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img