ক্রিকেটভিত্তিক বিখ্যাত ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ বাবর আজমকে অধিনায়ক করে ২০২১ সালের সেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে। ক্রিকইনফোর বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন তিন বাংলাদেশি; সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মুস্তাফিজুর রহমান। তিনজন আয়ারল্যান্ড, দুইজন পাকিস্তান, দুইজন শ্রীলঙ্কা এবং একজন সাউথ আফ্রিকার খেলোয়াড় থাকলেও স্কোয়াডে নেই কোনো ভারতীয়, অস্ট্রেলিয়ান, ইংলিশ, ক্যারিবিয়ান বা কিউই ক্রিকেটার।
ওপেনিংয়ে আইরিশ তারকা পল স্টার্লিংয়ের সঙ্গী ফখর জামান; ২০২১ সালে দুজনই রান করেছেন ৫৪ এবং ৬১ গড়ে। তিনে বাবর, চারে ৫৭ গড়ে ৩৪২ রান করা ফন ডার ডুসেন। পাঁচে প্রায় ৪০ গড়ে ২৭৭ রান এবং বল হাতে ১৭ উইকেট নেয়া সাকিব, ছয়ে ৫৯ গড়ে ৪০৭ রান করা উইকেটকিপার মুশফিক। সাতে থাকা ওয়ানিন্দু হাসারাঙ্গার ব্যাটিং গড়টা ২৮ হলেও বল হাতে ১২টি উইকেট করে দিয়েছে একাদশে জায়গা। আট এবং নয়ে দুই আইরিশ সিমি সিং, জশ লিটল; বাকি দুই খেলোয়াড় দুশমন্থ চামিরা এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
Three Ireland players make it to our ODI Team of the Year led by Pakistan's Babar Azam
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 2, 2022
বর্ষসেরা একাদশ: পল স্টার্লিং, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, সিমি সিং, জশ লিটল, দুশমন্থ চামিরা, মুস্তাফিজুর রহমান।