ক্রিকেটারদের ক্যারিয়ারের উত্থান-পতন খুব কাছ থেকেই দেখেছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। নিজেরও রয়েছে অসংখ্য সুখকর এবং তিক্ত অভিজ্ঞতা। তাই তো, নিজের অভিজ্ঞতা থেকেই তিনি বোঝার চেষ্টা করেছেন ইবাদতকে। টেস্ট ক্যারিয়ারের শুরুর দিকে তেমন ভালো বোলিং না করলেও ইবাদতের উপর আস্থা রেখেছেন লিটন। এমনকি ইবাদতের সাথে নিজের মিলও খুঁজে পাচ্ছেন! ক্রিকেটারদের খারাপ সময়েও টিমমেটদের পাশে থাকা জরুরী বলেই মনে করেন এই ক্রিকেটার।
“আমি যখন ক্রিকেট খেলা শুরু করেছিলাম, প্রথম প্রথম আমারও পারফরম্যান্স এতো ভালো ছিলো না। এমনকি, আমাদের দলে যাঁরা টেস্ট খেলে তাঁদের সবার পারফরম্যান্সই যে খুব একটা ভালো এমনটাও তো নয়। খেলোয়াড়দেরকে সুযোগ দিতে হবে”-বলছিলেন লিটন
২০২১ সালে লিটনের টেস্ট পারফরম্যান্স ছিলো চোখ ধাঁধানো, মাত্র ৭টি টেস্ট খেলে তুলেছেন ৫৯৪ রান। নতুন বছরের শুরুতে খেলেছেন ৮৬ রানের ইনিংস। অথচ, ২০১৮-১৯ সালে টেস্টে একেবারেই ধারাবাহিক ছিলেন না লিটন, শুনতে হয়েছে নানা কটুক্তি। অপরদিকে, প্রথম ১০ টেস্টে আশাব্যঞ্জক কিছু করে দেখাতে না পারলেও নিজের এগারোতম টেস্টে দারুণ খেলে যাচ্ছেন ইবাদত। ধৈর্যহারা না একজন ক্রিকেটারকে নুন্যতম সুযোগ দেয়া উচিৎ বলেই মনে করেন লিটন, “আমরা এমনিতেও অনেকদিন পরপর টেস্ট খেলি। আমাদের এই জিনিসগুলা মাথায় রাখতে হবে যে, একজন পেসারের জন্য সবসময় সব কিছু অনুকূলে থাকে না। আজকে ইবাদত প্রমাণ করেছে যে সে ভালো বোলার”