সিলেটের একাডেমি গ্রাউন্ডে বিসিবি সাউথ জোনকে ৮ উইকেটের বিশাল ব্যাবধানে হারিয়েছে বিসিবি নর্থ জোন। ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়েই জিতে যায় তারা। পারভেজ হোসেন ইমন এবং নাঈম ইসলাম দুজনই পেয়েছেন অর্ধশতকের দেখা। বল হাতেও নাঈম ছিলেন দুর্দান্ত, পেয়েছেন দুই উইকেট। পেয়েছেন ম্যাচসেরার পুরস্কারটাও।
১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বিসিবি নর্থ জোন। দলীয় ৬ রানের মাথায় মাহেদি হাসানের বলে বোল্ড হয়ে ৪ (৭) রান করে প্যাভিলিয়নে ফেরেন তানজিদ হাসান তামিম। এরপর পারভেজ হোসেন ইমন এবং নাঈম হাসান মিলে ৯১ রানের জুটি গড়েন। দুই ব্যাটারই পেয়েছেন অর্ধশতকের দেখা। ব্যক্তিগত ৫৪ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলে ইমন আউট হলেও অভিজ্ঞ মার্শাল আইয়ুবকে নিয়ে নর্থ জোনকে ৩১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেন নাঈম। নাঈম অপরাজিত ছিলেন ৬৫* (৮১) রানে এবং মার্শাল তুলেছেন ২৩* (৩৭) রান। মাহেদি হাসান এবং কামরুল ইসলাম রাব্বি পেয়েছেন ১টি করে উইকেট।
এর আগে, ম্যাচের শুরুতেই টস হেরে ব্যাটিংয়ে নামে বিসিবি সাউথ জোন। দুর্দান্ত ফর্মে থাকা তৌহিদ হৃদয় ৫০ (৭৭) এবং পিনাক ঘোষের ৪৭ (৭৬) রান ছাড়া আর কেউই করতে পারেননি বলার মতো রান। নর্থ জোনের পক্ষে শফিকুল ইসলাম এবং সানজামুল ইসলাম প্রত্যেকেই ৩টি করে উইকেট পেয়েছেন। এছাড়াও নাঈম ইসলাম পেয়েছেন ২টি উইকেট।