বাংলাদেশে তখন ভোর চারটা প্রায়, ক্রাইস্টচার্চে টসে জিতে ফিল্ডিংয়ে নামার অপেক্ষায় টাইগাররা। শরিফুল ইসলাম ভুল জার্সি গায়ে জড়ানোয় হঠাৎ মাঠে দেখা মিলল দুই তাসকিন আহমেদের! ক্রাইস্টচার্চ থেকে সিলেট, টেস্ট ম্যাচ থেকে বিসিএলের ওয়ানডে; ভেন্যু বদলেছে, বদলেছে খেলার ফরম্যাট কিন্তু বদলেনি দৃশ্যপট। সিলেটেও যে দেখা মিলেছে দুই আবু হায়দার রনির!
বিসিএলের ওয়ানডে ফরম্যাট শুরু হয়েছে রোববার। পূর্বাঞ্চলের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে সাকিব আল হাসানের মধ্যাঞ্চল। নিজের ‘৭৫’ নম্বর জার্সিটা গায়ে জড়িয়েই ব্যাটিংয়ে বিশ্বসেরা অলরাউন্ডার, ব্যাট হাতে সংগ্রহ ৩৫। ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিংয়ে রনি তালুকদারের সঙ্গী মোহাম্মদ আশরাফুল। ব্যাটিংয়ে রনি, বোলিংয়েও রনি; প্রথম ওভারেই প্যাভিলিয়নে আ্যাশ। এতোক্ষণ অব্দি সব ঠিকই ছিল, কিন্তু ঘটনার শুরু দ্বিতীয় ওভারে সাকিবের বল করতে আসায়।
মিড উইকেট অঞ্চল থেকে হাতটা ঘুরোতে ঘুরোতে বোলিংয়ে আসছেন সাকিব, মিজানুর রহমানকে দিলেন মাথার ক্যাপটা ধরিয়ে; মোসাদ্দেক হোসেনের হাত থেকে তুলে নিলেন বল। কিন্তু এ কি! সাকিবের জার্সির পেছনে যে ‘১’ নম্বর, নামটাও সাকিবের পরিবর্তে রনি! ঠিক কি কারণে সাকিব নিজের জার্সি পরে মাঠে নামেননি সেটা জানা না গেলেও, ক্রাইস্টচার্চ থেকে সিলেট দুই জায়গাতেই একই রকমের ঘটনা জন্ম দিয়েছে বিস্ময়ের। সেইসাথে ইতোমধ্যেই বিভিন্ন মাধ্যমে উঠেছে আলোচনা-সমালোচনার ঝড়।