ডেভিড ওয়ার্নার এবং উসমান খাজা; দুই বন্ধু কিন্তু দুজন মিলেই যেনো এক! বয়সের পার্থক্য মাত্র ৫২ দিনের, বড় ওয়ার্নার। ছোট থেকে একসাথে বেড়ে উঠেছেন, একই দেয়ালে বল মেরেছেন, একই মাঠের বাইরে দাড়িয়ে বড় ভাইদের খেলা দেখেছেন। চিরদিনের লালিত স্বপ্নটাকে পূরণ করেছেন অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে। ওয়ার্নার নিয়মিত হলেও মাঝখানে জায়গা হারিয়েছেন খাজা। কিন্তু তাতেও বন্ধুত্বে পড়েনি ভাটা, প্রিয় বন্ধুর দুর্দান্ত প্রত্যাবর্তনে ওয়ার্নার যেভাবে ইনস্টাগ্রামে লিখেছেন, তাতে অন্তত সেটাই মনে হয়।
A heartwarming note from David Warner for Usman Khawaja, who made twin hundreds on his Australia comeback 💛
📸 davidwarner31/IG pic.twitter.com/Fi8YBHMB8w
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 9, 2022
রোববার ম্যাচ শেষে অজি ওপেনার ইনস্টাগ্রামের মাধ্যমে খাজাকে উদ্দেশ্য করে দিয়েছেন এক হৃদয় বিদারক বার্তা, “ছোটবেলার বন্ধু, এখন একজন বাবা। উসমান খাজার দুর্দান্ত প্রত্যাবর্তনে আমার চেয়ে বেশী গর্ব হয়তো কারোর অনুভব করার কথা না। সেই ছোটবেলায় একসাথে দেয়ালে বল ছুড়ে মারা থেকে শুরু, বড় ভাইদের ক্রিকেট খেলা দেখতে দেখতে বড় হওয়া; এরপর একসাথে খেলা আর এখন আবারও অজি দলে দুজনে স্বপ্ন পূরণের লক্ষ্যে, একজন গর্বিত বাবা হয়ে।”
দিনের হিসেবে ১০৬৩ দিন পর জাতীয় দলের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন উসমান খাজা। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও করেছেন শতক, কি দুর্দান্ত প্রত্যাবর্তন! স্বপ্ন পূরণের গল্পটা হয়তো এমনিই হওয়া উচিত বলছিলেন ওয়ার্নার, “স্বপ্ন পূরণের গল্পটা এরকমই হওয়া উচিত।”