২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ক্রাইস্টচার্চে লাথামের ‘ডাবল’

- Advertisement -

তাসকিন আহমেদের বলে দুর্দান্ত কাভার ড্রাইভে নিজের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি পূরণ করেছেন কিউই অধিনায়ক টম লাথাম। এর আগে নিজের তৃতীয় শতক তুলে নিয়েছেন ডেভন কনওয়ে। এই প্রতিবেদন লেখার সময়ে কিউইদের সংগ্রহ ২ উইকেটে ৩৮৭, ১৫ রানে অপরাজিত আছেন রস টেলর।

সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থেকে প্রথম দিন শেষ করেছিলেন ডেভন কনওয়ে, অধিনায়ক টম লাথামের ডাবল সেঞ্চুরি পূরণ করতে প্রয়োজন ছিল চৌদ্দ রানের। দিনের শুরুতেই ইবাদতের বলে চার হাঁকিয়ে নিজের তৃতীয় শতক তুলে নিয়েছেন কনওয়ে, তবে একটু পরেই রান আউট হয়েছেন ১৬৬ বলে ১০৯ রান করে। লাথাম-কনওয়ে জুটির কাছ থেকে এসেছে ২১৫ রান।

নিজের শেষ ম্যাচে রস টেলর মাঠে নেমেই ইবাদতের বলে চার মেরেছেন। এর আগে তাকে গার্ড অব অনার দিয়েছেন টাইগাররা। 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img