মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশের কাছে হারার ফলে ক্রিকেটবিশ্বে নিউজিল্যান্ডের অহংয়ে যে আঘাত লেগেছিলো, হাগলি ওভালে সেটির সুদে আসলে পাওনা বুঝে নেওয়ার খুব কাছাকাছি নিউজিল্যান্ড। তৃতীয় দিনে বাংলাদেশকে ফলো অন করিয়ে লাঞ্চের সামান্য পর পর্যন্ত সময়ের মধ্যেই টাইগারদের ৪টি উইকেট ফেলে দিয়েছে কিউইরা। অর্থাৎ বাংলাদেশকে ইনিংসে হারাতে আর ৬টি উইকেট দরকার কিউইদের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ১২৩/৪। প্রথম ইনিংসে এই রানের মাত্র ৩ রান বেশি করতেই অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে এই ইনিংসে এখনো পর্যন্ত বাংলাদেশ ভালো করছে কারণ ব্যাটিংয়ে আছে ‘সামান্য’ পরিপক্কতার ছাপ। আগেরদিন সংবাদ সম্মেলনে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স বলেছিলেন বল ছেড়ে ছেড়ে খেলার কথা। সেই গেমপ্ল্যানও আজ খুব একটা কার্যকর করতে সক্ষম হচ্ছে বাংলাদেশ সেটি বলা যাচ্ছে না।
এই প্রতিবেদন লিখতে লিখতেই মুমিনুল হক ফিরে গেলেন ফোর্থ স্ট্যাম্পের বলে খোঁচা দিয়ে। এর আগে নাইম শেখ অসম্ভব ধৈর্য্য দেখিয়ে ৯৭টি বল টিকে ২৪ রান করে ৯৮তম বলে অফস্ট্যাম্পের আধহাত বাইরে দিয়ে যাওয়া বলে তাড়া করতে গিয়ে আউট হয়েছেন। প্রায় একই ভাবে আউট হয়েছেন সাদমান ইসলাম (২১) যদিও তাঁর ক্যাচটি বেশ ভালো নিয়েছেন টম ব্লান্ডেল। নাজমুল শান্ত ক্যারিবিয়ান স্টাইলে পুল করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিয়েছেন।
৪টি উইকেটের দুটি নিয়েছেন নিল ওয়াগনার।
এই মুহুর্তে উইকেটে আছেন ইয়াসির আলী ও লিটন দাস।