২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

রিয়াদের বলে আউট সাকিব!

- Advertisement -

আগের ম্যাচ থেকে অনেক বেশি স্বাচ্ছন্দ্যে খেলছিলেন। ৩৫ বলে ৩৩ রান করে ফেলেছিলেন। হুট করে মাহমুদউল্লাহ রিয়াদের বলে ডাউন দ্যা উইকেটে এসে মারতে গিয়ে লাইন মিস করে উইকেটকিপার আকবর আলীর হাতে স্ট্যাম্পড সাকিব আল হাসান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে সাকিবের সেন্ট্রাল জোন  বনাম রিয়াদের নর্থ জোনের খেলা চলছিলো। মূল মাঠে অন্য ম্যাচে ঘন্টাখানেক আগে ইস্ট জোনের তামিম ইকবালও একই ভাবে স্ট্যাম্পড হয়েছেন সাউথ জোনের মাহেদি হাসানের বলে। অবশ্য তিনি ২৭ বলে ৯ রান করেছেন।

সিলেটে চলমান ‘ইনডিপেনডেন্স কাপ’ এর খন্ডচিত্র এটিই। এক ম্যাচে ইস্ট জোনের স্কোর এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩১/৪। উইকেটে আছেন আফিফ হোসেন (২৩) ও ইরফান শুক্কুর (৯)। একাডেমি মাঠে সেন্ট্রাল জোনের স্কোর ১৬২/৪। মোসাদ্দেক হোসেন ও আল আমিন জুনিয়র দুজনই ক্রিজে আছেন ৭ রান করে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img