তিনি পেশাদার ধারাভাষ্যকার, তাঁর কাজ নতুন কেউ ভালো খেললেই তাঁকে নিয়ে ভালো ভালো মন্তব্য করা। কিন্তু প্রথম দেখাতেই ‘এই ছেলেটা অনেকদূর যাবে’ জাতীয় উচ্চাশা খুব কম ক্রিকেটারই পেয়েছেন ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের কাছ থেকে। তাদের অনেকে তাঁকে সঠিক প্রমাণও করেছেন, অনেকে ব্যর্থ হয়েছেন।
২০১৫ সালে বাংলাদেশে একজন তরুণ উইকেটকিপার ব্যাটারকে ভারতের বিপক্ষে ৭ নম্বরে নেমে ৪৪ রানের ইনিংস খেলতে দেখেই বলেছিলেন এই ছেলেটা অনেকদূর যাবে। তিনি বাংলাদেশের লিটন কুমার দাস। এবং অন্যান্য ফরম্যাটে যাই হোক টেস্টে যে তিনি হার্শাকে সঠিক প্রমাণ করেছেন সেটি নিয়ে কোন সন্দেহ নেই। গত এক বছরে টেস্টে তারচেয়ে বেশি রানই করেছে বিশ্বে মাত্র তিনজন ব্যাটার। সর্বশেষ মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে ১০২ রানের ইনিংস। বাংলাদেশ ম্যাচ ইনিংসে হারলেও হাগলি ওভালের ঘাসের পিচে লিটনের এই ইনিংস সবার চোখে মায়াঞ্জন বুলিয়ে গেছে।
লিটনের এই অসাধারণ ফর্মে মুগ্ধ হার্শা টুইট করেছেন,
“অসাধারণ ইনিংস লিটন দাস। একেবারে প্রথম দেখায় আপনি কোন ছেলে সম্পর্কে উচ্চাশা ব্যক্ত করেছিলেন, এবং সে আজ এমন একটি ইনিংস খেলছে এটি দেখতে পারা আনন্দের।”
ম্যাচশেষে হার্শার টুইটের উত্তর দিয়েছেন লিটন নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে। “ধন্যবাদ স্যার, আমার জন্য প্রার্থনা করবেন যাতে আমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারি।”
অন্য একটি টুইটে হার্শা বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দেখায় তিনি কোন কোন ক্রিকেটারকে নিয়ে উচ্চাশা ব্যক্ত করেছিলেন এবং কারা তাঁর কথার মান রেখেছেন,
“আপনি যাদের নিয়ে উচ্চাশা করেছিলেন তারা কে কেমন করছে মাঝে মাঝে এটি দেখা একটি মজার ব্যাপার। কুশল মেন্ডিসের ব্যাপারে আমি ভুল ছিলাম। লিটন দাস আমাকে সঠিক প্রমাণ করেছে। শাই হোপের ব্যাপারে এখনও মিশ্র প্রতিক্রিয়া আমার। দেখা যাক কিগান পিটারসেন কেমন করে।”
নিজের টুইট রিটুইট করে হার্শা আবার বলেছেন তিনি বাংলাদেশের মোহাম্মদ আশরাফুলের ব্যাপারে ভুল ছিলেন।