সাউথ আফ্রিকার তারকা খেলোয়াড় ক্রিস মরিস সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মাত্র ৩৪ বছর বয়সেই মরিসের এমন সিদ্ধান্তে অবাক ক্রিকেট বিশ্ব। ইনস্টগ্রামে এক পোস্টের মা্ধ্যমে আফ্রিকান অলরাউন্ডার নিশ্চিত করেছেন নিজের বিদায়ের খবর।
“আজ আমি সকলকেই জানাতে চাই যে, আমি সব ধরণের ক্রিকেট থেকে সরে দাড়াচ্ছি। আমার ক্রিকেট খেলার এই সফরে যারাই আমার সাথে ছিলেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাতে চাই। এ এক অন্যরকম সফর ছিল জীবনের”- অবসর প্রসঙ্গে মরিস
সেইসাথে মরিস জানিয়েছেন নিজের ভবিষ্যত পরিকল্পনাও, “টাইটানসের কোচের দায়িত্ব পালনের জন্য মুখিয়ে আছি।”
সাউথ আফ্রিকার হয়ে সব ফরম্যাট মিলে ৬৯টি ম্যাচ খেলেছেন লোয়ার-অর্ডার হার্ডহিটার এই ব্যাটসম্যান, নিয়েছেন ৯৪টি উইকেট। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলেছেন দাপটের সাথে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গতবারের আসরে ছিলেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া বিদেশী খেলোয়াড়। সাম্প্রতিক সময়ে ফর্মটা ভালো যাচ্ছিলো না তেমন, জাতীয় দলের হয়েও শেষবার মাঠে নেমেছিলেন ২০১৯ বিশ্বকাপে। ক্রিকেটে হয়তো নিজের ভবিষ্যত দেখছেন না বলেই এতো অল্প বয়সেই মরিসের অবসরের সিদ্ধান্ত।