ম্যাচ শুরুর পূর্বেই লাগেজ নিয়ে মাঠে এসেছিলেন সাকিব আল হাসান। উপস্থিত অনেকেই তখন দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছিলেন। কিন্তু, স্পষ্ট কারণ কিংবা ব্যাখ্যা না জানা থাকার কারণে তা নিয়ে কথা বলেননি কেউই। অবশেষে ম্যাচ শেষে জানা গেল আসল খবর; বিসিএলের বাকি ম্যাচগুলো না খেলেই ঢাকায় ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
প্রথম দুই ম্যাচেই জিতেছে সাকিবের মধ্যাঞ্চল, ইতোমধ্যেই টুর্নামেন্টের প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছে বিসিএলের ওয়ানডে ফরম্যাটের ফাইনালেও। ব্যাট হাতে দুই ম্যাচে সাকিব করেছেন ৩৫ রান এবং ৩৩। বল হাতেও যে খুব খারাপ করেছেন তা বলার উপায় নেই। প্রথম ম্যাচে মাত্র ২৪ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট, মঙ্গলবার ৪৯ রানে ১টি।

মূলত বিপিএলের আগে ম্যাচ ফিটনেস ফিরিয়ে আনতেই বিসিএলের ওয়ানডে ফরম্যাট খেলার পরিকল্পনা ছিল সাকিবের। সেইসাথে গুঞ্জন ছিল পুরো টুর্নামেন্ট নাও খেলতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার। অবশেষে গুঞ্জনটাই সত্যি হয়ে ধরা দেয়ার পথে। সাকিবের ঢাকায় ফিরে আসা ইঙ্গিত দেয় ইন্ডিপেন্ডেন্স কাপের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি।