বৃহস্পতিবার ইন্ডিপেন্ডেন্স কাপে বিসিবি উত্তরাঞ্চলকে ৪ উইকেটে হারিয়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। উত্তরাঞ্চলের দেয়া ২১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৭.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় তাঁরা। ৮১ বলে ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ইমরুল কায়েস। তবে, দল হারলেও এদিন ব্যাটে-বলে মাহমুদুল্লাহ রিয়াদের পারফরম্যান্স ছিল চোখধাঁধানো।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা তেমন ভালো করতে পারেনি উত্তরাঞ্চল। আগের দিনের ম্যাচের সেরা নাঈম ইসলামও আউট হয়েছেন শূন্য রানে। অধিনায়ক মার্শাল আইয়ুবের ৫৪ (৭৪) এবং মাহমুদুল্লাহ রিয়াদের ৬৬ (৮৭) রানের উপর পুঁজি করে ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২১৬ রান। পূর্বাঞ্চলের পক্ষে ৪৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন নাঈম হাসান।
২১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার তামিম ইকবালের ৩৫ (৩৮) এবং অধিনায়ক ইমরুল কায়েসের ৭১ (৮১) রানের ঝড়ো ইনিংসের বদৌলতে ৩৭.৫ ওভারেই ৬ উইকেট হারিয়ে বিজয়ের বন্দরে পৌঁছে যায় কায়েসের দল। আলাউদ্দিন বাবু ১৪ বলে ১৭* এবং সোহরাওয়ার্দী শুভ ১১ বলে ১৫* রান করে অপরাজিত ছিলেন। উত্তরাঞ্চলের পক্ষে ৫৬ রান খরচায় রিয়াদ পেয়েছেন ৩টি উইকেট।