২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

বিপিএলের জন্য প্র্যাকটিস শুরু করেছে কুমিল্লা ও বরিশাল

- Advertisement -

বিপিএলের আর বাকি পাঁচদিন। ফ্র্যাঞ্চাইজিরা তাই শুরু করছে অনুশীলন। রবিবার মিরপুরের নেটে তাই পাশাপাশি প্র্যাকটিস করতে দেখা গেলো এই আসরের দুই হেভিওয়েট দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালকে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্র্যাকটিস শুরু করেছিলো শনিবার থেকেই। আজ বরিশালের প্রথম দিন। কোন বড় তারকা এখনও অনুশীলনে যোগ দেননি। তবে কুমিল্লার তানভির ইসলাম, সুমন খান, আরিফুল হকদের দেখা গিয়েছে নেটে ঘাম ঝড়াতে। তত্ত্বাবধানে ছিলেন কোচ মোঃ সালাউদ্দিন। ফরচুন বরিশালের হয়ে প্র্যাকটিস করেছেন নাঈম ইসলাম, নুরুল হাসান সোহানদের। তাদের সাথে ছিলেন বরিশালের কোচ খালেদ মাহমুদ সুজন।

মাঠের কোণায় আড্ডায় মশগুল কোচ সালাউদ্দিন ও মাশরাফী-তামিম।

দলগত প্র্যাকটিস শুরু হয়নি তবুও একাডেমি মাঠের নেটে অনুশীলন করছেন ঢাকা দলের তামিম ইকবাল। মাঠে ছিলেন তাঁর সতীর্থ মাশরাফী বিন মোর্ত্তজাও। কোচ সালাউদ্দিনের সাথে মাঠে আড্ডা দিতেও দেখা গিয়েছে তাঁদের। প্র্যাকটিস না থাকলেও এমনি মাঠে ঘুরতে এসেছিলেন মুশফিকুর রহিমও।

বিপিএলের প্রথম ম্যাচ ২১ জানুয়ারী।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img