২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

সন্দেহজনক বোলিং অ্যাকশন, পরীক্ষা দিতে প্রস্তুত হাসনাইন

- Advertisement -

শনিবার সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডারের মধ্যকার ম্যাচে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাসনাইনের বিরুদ্ধে ‘চাকিংয়ের’ আবেদন করেছিলেন মইসেস হেনরিকস। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। ম্যাচ শেষে আম্পায়াররাও জানিয়েছেন অভিযোগ, আর তাতেই বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে হচ্ছে পাকিস্তানের তারকা এই পেসারকে। লাহোরে আইসিসি-স্বীকৃত বায়োমেকানিক্স পরীক্ষাগারে তাঁর বোলিং অ্যাকশন পরীক্ষা করা হবে। হাসনাইনও প্রস্তুত পরীক্ষা দিতে, ইতিবাচক ফলাফল পেতে আশাবাদী তিনি।

১২তম ওভারে

 ঘটনার সূচনা হয়েছিল ১২তম ওভারে, তৃতীয় বলে হাসনাইনের ১৩৫ কি.মি. গতির বল কোনোরকমে সামলেছিলেন হেনরিকস। পরের বলেই ১৪০ কি.মি. গতির বাউন্সার, বলটা ওয়াইড হলেও জমেছিল কথার লড়াই। হেনরিকস বলে উঠেছিলেন, ‘নাইস থ্রো , মেট’। পাকিস্তানের তারকা পেসার দেননি উত্তর, শুধু মুচকি হেসেছিলেন।  অর্থাৎ, হাসনাইনের বিপক্ষে হেনরিকস করেছিলেন চাকিংয়ের আবেদন। 

উল্লেখ্য, বিবিএলের এবারের আসরে হাসনাইন সিডনি থান্ডারের হয়ে পাঁচ ম্যাচ খেলে ৭ উইকেট তুলে নিয়েছেন। বর্তমানে পিএসএল খেলার জন্য তাঁকে পাকিস্তানে ফিরিয়ে আনা হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img