টেস্ট সিরিজ শেষ, ওয়ানডেতে মাঠে নামার অপেক্ষায় ভারত-সাউথ আফ্রিকা। রঙ্গিন পোশাকে অধিনায়ক হিসেবে লোকেশ রাহুলের প্রথম ম্যাচ, সেইসাথে অধিনায়কত্ব ছাড়ার পর ভিরাট কোহলিরও প্রথম! সবমিলে নতুন এক যাত্রা টিম ইন্ডিয়ার। আর এই যাত্রায় রাহুল সঙ্গী হিসেবে পাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিনকেও। সময়ের হিসেবে প্রায় সাড়ে চার বছর, দিনের হিসেবে ১৬৬৪ দিন পর ভারতের ওয়ানডে দলে ডানহাতি এই স্পিনার।
ODI debuts for Marco Jansen and Venkatesh Iyer 🔥#SAvIND live ▶️ https://t.co/qwT6XET8nJ pic.twitter.com/TDd8YTHzel
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 19, 2022
ইতোমধ্যেই হয়ে গেছে টস, ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। টসে জিতলে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন বলে জানিয়েছেন লোকেশ রাহুলও। সাউথ আফ্রিকা দলে ফিরেছেন কুইন্টন ডি কক, অধিনায়কের আশা ককের প্রত্যাবর্তনটা সুন্দর হবে। সেইসাথে অভিষেক হয়েছে মার্কো জানসেনের। ভারতীয় একাদশে অভিষেক হয়েছে ভেঙ্কটেশ আইয়ারের; তবে, তাকে ব্যাটিং করতে দেখা যাবে ছয়ে। চারে ব্যাটিং করবেন শ্রেয়াস আইয়ার। ওপেনিংয়ে রাহুলের সঙ্গী শিখর ধাওয়ান।
ভারত একাদশ:
লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশভ পান্থ, ভেঙ্কটেশ আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, ভুবেনশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল