বাংলাদেশ ক্রিকেটে ২০২১ সালটা গিয়েছে অনেক চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে। দলগত পারফরম্যান্স ভালো না হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তাইতো ‘২০২১ সালের আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে’ বাটলার-বাবর-আফ্রিদিদের সাথে সেরা একাদশে জায়গা পেয়েছেন তিনি। দলের অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়েছে পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমকে।
The ICC Men's T20I Team of the Year certainly packs a punch 👊
More 👉 https://t.co/TtQKyBL3rw pic.twitter.com/mhfNsE2mU3
— ICC (@ICC) January 19, 2022
দীর্ঘদিন অফফর্মে থাকা বাংলাদেশের বাঁহাতি পেসার নিজের বোলিং বৈচিত্র্য এবং গতির পরিবর্তন এনে ২০২১ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরেছিলেন রাজার বেশে। বল হাতে ২০ ম্যাচে ১৭.৩৯ গড়ে ‘কাটার মাস্টার’ পেয়েছিলেন ২৮টি উইকেট! ৭.০০ ইকোনমিতে বোলিং করে বিশ্বের বাঘা-বাঘা ব্যাটারদের পরাস্ত করে বর্ষসেরা ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছেন তিনি।
আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: জস বাটলার, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), এইডেন মার্করাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, তাবরাইজ শামসি, জশ হ্যাজেলউড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান, শাহীন শাহ আফ্রিদি।