১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার

রিয়ালকে কোপার শেষ আটে নিলেন ‘ফুরিয়ে যাওয়া’ ইস্কো-হ্যাজার্ড

- Advertisement -

একজনকে তো বিক্রি করে দেওয়ারই চেষ্টা চলছে অনেকদিন ধরে, আরেকজনকে বড় সাধ করে ডেকে এনেও এখন পুড়তে হচ্ছে সাধ না মেটার আফসোসে।

বৃহস্পতিবার কোপা ডেল রেতে রিয়াল মাদ্রিদের পক্ষে বাজিমাত করলেন তারা দুজনই- ইস্কো আর ইডেন হ্যাজার্ড। এলচে কে ২-১ গোলে হারিয়ে ‘লস ব্লাঙ্কোস’রা চলে গেলো শেষ আটে।

এলচের অতি রক্ষণাত্মক খেলার ভঙ্গির কারণে নির্ধারিত ৯০ মিনিট ম্যাড়মেড়ে গোলশূন্য কাটার পর অতিরিক্ত সময়ে নাটক জমে ওঠে। গোল বাঁচাতে গিয়ে ফাউল করে লাল কার্ড দেখেন রিয়ালের অভিজ্ঞ ব্রাজিলিয়ান উইংব্যাক মার্সেলো। এই নিয়ে টানা দুই ম্যাচে দুবার লাল কার্ড দেখলো রিয়ালের কোন খেলোয়াড়। দশজনের দলে পরিণত হওয়া মাদ্রিদকে এরপরই কাঁপিয়ে দেয় এলচের গঞ্জালো ভের্দুর গোল। ১-০ তে এগিয়ে যায় এলচে।

রিয়ালের জন্য ক্ষণিকের যে শঙ্কাটা তৈরি হয়েছিলো তা উড়িয়ে দেন ইস্কো। অবশ্য গোলমুখে দূরপাল্লার শটটি ছিলো আদতে দানি সেবায়োসের। সেটিকেই ফ্লিক করে ইস্কো নিশ্চিত করেন রিয়ালের সমতা বিধান।

১১৫ মিনিটে ডেভিড আলাবার একটি ক্রসে গোলকিপারকে বোকা বানিয়ে দারুণ বুদ্ধিদীপ্ত গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন ইডেন হ্যাজার্ড।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img