মিরপুরে বিপিএলের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার ঢাকাকে ৫ উইকেটে হারিয়েছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। ঢাকার ছুঁড়ে দেয়া ১৮৪ রানের লক্ষ্যটা খুলনা ছুঁয়েছে ১৯ ওভারেই। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেছেন রনি তালুকদার। ঢাকার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল এবং ইবাদত হোসেন।
মিনিস্টার ঢাকার ১৮৩ রান টপকে জিততে হলে খুলনা টাইগার্সের প্রয়োজন ছিল একটা ঝড়ো শুরুর। তানজিদ তামিম ২ রানে ফিরলেও, দলকে কাঙ্ক্ষিত শুরুটাই এনে দিয়েছেন আন্দ্রে ফ্লেচার-রনি তালুকদার জুটি। পাওয়ারপ্লের ৬ ওভারেই খুলনার ৬৫ রান বলে দেয় কি আক্রমণাত্মক ব্যাটিংটাই না করেছেন দুজনে।
ফ্লেচার ২৩ বলে ৪৫ রান করেই ফিরেছেন প্যাভিলিয়নে। তবে, একপ্রান্ত আগলে রেখে ঠিকই খেলে গেছেন রনি, তুলে নিয়েছেন অর্ধশতক। দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়ে রনি সাজঘরে ফিরেছেন দলীয় সর্বোচ্চ ৬১ রান করে। মাঝখানে অবশ্য খুলনা হারিয়েছে অধিনায়ক মুশফিকের উইকেট, টাইগার তারকা করেছেন ৬ রান।
মিস্টার ডিপেন্ডেবল রানের দেখা না পেলেও ঠিকই জয় তুলে নিয়েছে তার দল; শেষ দিকে থিসারা পেরেরা খেলেছেন ৩৫* রানের ইনিংস,মাহেদি হাসান অপরাজিত ছিলেন ১২* রানে। ১৩ রান এসেছে ইয়াসির রাব্বির ব্যাট থেকে।