ভারত সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন শ্রীলঙ্কান পেসার সুরঙ্গা লাকমল। বিদায়ের ঘোষণা জানানোর পরপরই বেরিয়ে এসেছে নতুন খবর, দুই বছরের চুক্তিতে ডার্বিশায়ারে যাচ্ছেন লঙ্কান পেসার। সেখানে সাবেক কোচ মিকি আর্থারের সাথে আবার কাজ করার সুযোগ পাবেন তিনি। এতে উচ্ছ্বাসিত আর্থারও।
আর্থার বলেছেন, “লাকমল দেশটির গ্রেট খেলোয়াড়দের একজন। তাকে দুই বছরের জন্য ডার্বিশায়ারে পেয়ে বেশ উচ্ছ্বাসিত। ক্লাবটির হয়ে দুর্দান্ত কিছু পারফরম্যান্স করতে মুখিয়ে আছে লাকমল, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা এই বার্তাই দেয়। ওকে পাওয়াটা ক্লাবটির তরুণদের জন্যও গর্বের, মাঠে এবং মাঠের বাইরে ওর উপস্থিতি বেশ কাজে দেবে।”

অপরিদিকে লাকমল কাউন্টিতে খেলার ব্যাপারে জানান, “কাউন্টিতে খেলার স্বপ্নটা এমন এক স্বপ্ন যেটা আমি চিরকাল দেখে এসেছি। তার ওপর কোচ হিসেবে মিকিকে পাচ্ছি, এটা দারুণ ব্যাপার।”
শ্রীলঙ্কার হয়ে ৬৮টি টেস্টে ১৬৮ উইকেট নিয়েছেন লাকমল। এরমধ্যে ১৩০টিই এসেছে দেশের বাইরের উইকেটে। এছাড়াও ৮৬টি ওয়ানডেতে নিয়েছেন ১০৯টি উইকেট, ১১ টি-টোয়েন্টিতে ৯টি।