১৪ মার্চ ২০২৫, শুক্রবার

অস্ট্রেলিয়া সিরিজেও সাকলাইনই থাকছেন প্রধান কোচ!

- Advertisement -

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে সাকলাইন মুস্তাকই থাকতে পারেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের ভূমিকায়। এমনটাই জানিয়েছে পাকিস্তানি পত্রিকা ‘ডেইলি জাং’। জাং এর রিপোর্ট অনুযায়ী, সময় স্বল্পতার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষে নতুন কোচ নিয়োগ দেওয়া কঠিন। তাই পাকিস্তানের ভরসা এখন সদ্য পদত্যাগ পত্র জমা দেওয়া কোচ সাকলাইন মুস্তাক।

কিছুদিন আগে কোচ চেয়ে বিজ্ঞাপন প্রকাশ করেছিল পিসিবি। স্থায়ী ভাবে একজন কোচ খুঁজছে তারা। তবে সেভাবে সাড়া মেলেনি। তাই পিসিবির ভাবনা আবারো মুস্তাকে ভরসা রাখার। ডেইলি জাং এর নির্ভরযোগ্য সূত্র জানায়, পিসিবি কর্মকর্তারা এখন পিএসএল নিয়ে ব্যস্ত এবং কিছু সংখ্যক প্রার্থী আগ্রহ দেখালেও সময় সল্পতায় নেওয়া যাচ্ছেনা ইন্টারভিউ। পিসিবি কর্তারা সাকলাইনকে হোম সিরিজে আবারো সুযোগ চান। সাকলাইন  ইংল্যান্ড ফিরে যেতে চাইলেও আপাতত দলের সাথে কাজ চালিয়ে যেতে আগ্রহী।

মার্চের প্রথম সপ্তাহে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়া সিরিজ। শেষ পর্যন্ত সাকলাইন মুস্তাক থেকে গেলে এই গুরুত্বপূর্ণ সিরিজেও তাঁকেই কোচের ভূমিকা দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img