১৪ মার্চ ২০২৫, শুক্রবার

মায়ের পছন্দের ক্রিকেটারের সাথেই ওপেনিংয়ে নামছেন মুনিম

- Advertisement -

চলতি বিপিএলে ফরচুন বরিশালের ওপেনার মুনিম শাহরিয়ারের আগ্রাসী ব্যাটিং ইতোমধ্যে নজর কেড়েছে সবার। পাওয়ারপ্লেতে দ্রুত রান তুলতে সক্ষম এই ডানহাতি ব্যাটারের বিপিএল স্ট্রাইক রেট ১৬৭.৫০! ওপেনিং জুটি হিসেবে খেলার সুযোগ পাচ্ছেন মায়ের পছন্দের আরেক মারকুটে ক্রিকেটার ক্রিস গেইলের সাথে। অভিজ্ঞ এই ক্রিকেটারের সাথে মাঠের বোঝাপড়াটাও দারুণ উপভোগ করেন মুনিম, খেলে যেতে চান ভয়ডরহীন ক্রিকেটটাই।

“গেইল আমার আম্মুর পছন্দের ক্রিকেটার। আম্মু খুব খুশি হয়েছেন তাঁর সঙ্গে খেলতে দেখে। আমিও ছোট থেকে দেখে এসেছি, তিনি কীভাবে একজন কিংবদন্তি ক্রিকেটারে পরিণত হয়েছেন”- ‘প্রথম আলো’কে দেয়া এক সাক্ষাৎকারে মুনিম

একসাথে ওপেনিংয়ে গেইল-মুনিম

গ্রুপ পর্বে সিলেট সানরাইজার্সের বিপক্ষে মুনিম হাঁকিয়েছিলেন বিপিএলে নিজের প্রথম ফিফটি। সে ম্যাচে অপরপ্রান্তে ‘ইউনিভার্স বস’ পালন করেছিলেন ‘অ্যাংকর রোল’। গেইলের মতো মারকুটে ব্যাটারও ভরসা করে বারবার স্ট্রাইক দিচ্ছিলেন মুনিমকেই, তিনিও দিয়েছেন আস্থার প্রতিদান। কী ছিল সেই রহস্য? খেলার মাঠে গেইলের সাথে নিজের সম্পর্কের রসায়ন সম্পর্কে মুনিম জানান, “ক্রিকেটে তো সবারই এমন দিন যায়। সেদিন আমার দিন ছিল। অন্যদিন হয়তো গেইলকে আমি এক রান নিয়ে দেব, তিনি মেরে খেলবেন। এটাই ক্রিকেট।”              

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img