১৫ মার্চ ২০২৫, শনিবার

‘স্কোর যতোই হোক লড়ব, ছাড়ব না’

- Advertisement -

টানা সাত ম্যাচ জিতে বিপিএলের ফাইনালে ফরচুন বরিশাল। কথাটা যতটা সহজ মনে হচ্ছে ঠিক ততোটাই কঠিন ছিল এই অর্জনটা। তারপরও বরিশালে যে আছে একজন সাকিব আল হাসান! পথটা যতো কঠিনই হোক না কেন, সাকিব জানেন কিভাবে সেই পথে চলতে হয়। কুমিল্লার বিপক্ষে ম্যাচ জয়ের পর প্রেস কনফারেন্সে মেহেদি হাসান রানা; জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার কিভাবে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব।

“সাকিব ভাই বলেছিলেন যেই স্কোরই হোক আমরা লড়ব, ছাড়ব না। তো, আমরা লড়েছি, আল্লাহর রহমতে সফলও হয়েছি”- বলছিলেন রানা

সেইসাথে সাকিব বলেছেন উইকেট নিয়েও, “সাকিব ভাই বলছে এই উইকেটে কী ধরণের বোলিং করতে হবে। সেভাবেই করেছি, সাফল্যও পেয়েছি।”

বিপিএলে দেখা মিলছে অন্য এক সাকিবের

সাকিবে কতটা মুগ্ধ দলের তরুণ খেলোয়াড়রা সেটা মেহেদির এই কথাটাতেই স্পষ্ট, “চাচ্ছি উনার মতো রিল্যাক্স থাকার জন্য। যেমন উনি একটা ছক্কা খেলেও উনার মতো রিল্যাক্স। ঠিকাছে, ছয় খাইছি, উইকেট নিব। ভেতরে ভেতরে ঠিকই জেদ কাজ করতেছে, কিন্তু বাইরে সেটা বোঝা যায় না। আমিও চেষ্টা করতেছি উনার মতো হওয়ার জন্য।”

ফাইনালে সবার আগে, এরপরেও নেই তেমন উদযাপন। কারণ জানিয়েছেন মেহেদি, এখানেও লুকিয়ে সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার নাকি বলেছেন, “ঠিকাছে, আমরা ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে তারপর উদযাপন করব।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img