এবারের বিপিএলে হাতে গোনা যে কয়জন জাতীয় দলে অভিষেক না হওয়া দেশি ক্রিকেটার আলো ছড়িয়েছেন তাঁদের মধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী অন্যতম। ৮ ম্যাচে এক হ্যাটট্রিকসহ তিনি তুলে নিয়েছেন ১৫ উইকেট। তরুণ এই পেসারের এমন পারফরম্যান্সে অনেকেরই ধারণা, জাতীয় দলে খুব তাড়াতাড়িই ডাক পড়বে এই ক্রিকেটারের। হতে পারে সেটা আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই! তবে, জাতীয় দলে হঠাৎ এসেই আবার হ্যালির সেই ধূমকেতুর মতো হারিয়ে যেতে নয়, বরং জ্বলজ্বলে ‘তারকার’ মতো দলের অবিচ্ছেদ্য অংশ হয়েই ক্রিকেট ক্যারিয়ার শেষ করা তাঁর মূল লক্ষ্য।
“জাতীয় দলের হয়ে খেলতে পারলে কখনো এমন খেলোয়াড় হতে চাই না যে ১-২ সিরিজ পর হারিয়ে যাব। আমার লক্ষ্য থাকবে দলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের কোনো না কোনো দিক থেকে অবদান রাখা। দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়েই ক্যারিয়ার শেষ করতে চাই”-বলছিলেন মৃত্যুঞ্জয়

আসন্ন আফগানিস্তান সিরিজের জন্য দল ঘোষণার আগে মৃত্যুঞ্জয়কে নিয়েও দর্শকমহলে নানা কথা হচ্ছে। অনেকেই চাইছেন এই সিরিজ থেকেই তাঁকে দলে দেখতে। তবে জাতীয় দল নিয়ে নিজের স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, “প্রত্যেক খেলোয়াড়ের জাতীয় দলে খেলার লক্ষ্য থাকে, থাকাও উচিৎ। এটা নির্ভর করে নির্বাচকদের ওপর। তবে যখনই নিক, এই সিরিজ কিংবা ২ বছর পর, তখনই আমার লক্ষ্য থাকবে আমি আজ থেকেই নিজের শতভাগ দিয়ে খেলব।”
তাই তো এখনই জাতীয় দল নিয়ে না ভেবে ঘরোয়া লিগগুলোতে খেলে অভিজ্ঞতার ঝুলি বাড়াতে চান ২০ বছর বয়সী এই ক্রিকেটার। তাঁর মতে, “সিনিয়র ভাইরা বলছিলেন- যারা তরুণ, তাদের আরও সময় দেওয়া উচিৎ। আমার মনে হয় যদি আরও ৪-৫টা টুর্নামেন্ট ভালো করি, নিয়মিত ভালো খেলি; তখনই প্রমাণ হবে আমি ভালো ক্রিকেটার। হয়ত আমার এই মৌসুম ভালো যেতে পারে। কিন্তু আমি যে ভালো খেলোয়াড় এটা প্রমাণের জন্য আমাকে প্রত্যেক সিরিজ এবং টুর্নামেন্টেই ভালো খেলতে হবে। এটাই আমার প্রধান লক্ষ্য।”