বিশ্ব ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির অভিষেকেই ট্রিপল সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতের সাকিবুল গণি। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে খেলতে নেমে আর কোনো ব্যাটারই ট্রিপল সেঞ্চুরি করতে পারেনি। শুক্রবার রঞ্জি ট্রফিতে কলকাতায় মিজোরামের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিনে বিহারের হয়ে ক্রিজে নেমেছিলেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। ৫৬ বাউন্ডারি এবং ২ ছক্কায় সাজানো ইনিংসে ৪০৫ বলে তিনি করেছেন ৩৪১ রান!
🚨 RECORD ALERT 🚨
3⃣4⃣1⃣ Runs
4⃣0⃣5⃣ Balls
5⃣6⃣ Fours
2⃣ SixesSakibul Gani, playing for Bihar, created a world record as he became the 1⃣st batter to score a Triple Ton on First Class debut. 👏 🔝 #BIHvCAM #RanjiTrophy @Paytm
A snippet from that landmark knock 🎥 🔽 pic.twitter.com/LXK7F0yA2N
— BCCI Domestic (@BCCIdomestic) February 18, 2022
ডানহাতি এই ব্যাটারের এমন কীর্তিতে ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটার সাবা করিম নিজের ‘টুইটার’ অ্যাকাউন্টে তাঁর প্রশংসা করে জানিয়েছেন, “ট্রিপল সেঞ্চুরি করা সবসময়ই বিশেষ। অভিষেকে কেউ এটি পেলে তা আরও অসাধারণ হয়ে যায়। বিশ্ব রেকর্ড গড়েছেন সাকিবুল গণি। আমি আরও খুশি যে তিনি আমার নিজ রাজ্য বিহার থেকেই এসেছেন।”
Scoring a triple ton is always special. It becomes an extraordinary innings when someone gets it on debut.Sakibul Gani has created a world record. Became the first batter to score a Triple Ton on First Class debut. Further pleased that he comes from my home state Bihar. pic.twitter.com/1M1Ny3ogOG
— Syed Saba Karim (@SyedSabaKarim5) February 18, 2022
মজার বিষয় হলো, প্রথম শ্রেণির ক্রিকেটে আগের সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডটিও ছিল একজন ভারতীয় ক্রিকেটারের দখলে। মধ্যপ্রদেশের অজয় রোথেরা ২০১৮ সালে হায়দরাবাদের বিরুদ্ধে একই টুর্নামেন্টে করেছিলেন ২৬৭ রান। আরেক ভারতীয় অমল মজুমদার ১৯৯৪ সালে বোম্বের (বর্তমান মুম্বাই) হয়ে ২৬০ রান করে তৃতীয় স্থানে রয়েছেন।