১২ মার্চ ২০২৫, বুধবার

অনুতপ্ত নন দ্রাবিড়

- Advertisement -

‘ঋদ্ধিমান ইস্যু’ নিয়ে রীতিমতো টালমাটাল অবস্থা ভারতীয় ক্রিকেটে। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর কার্যকলাপ তো বটেই, ঋদ্ধিমান সাহাকে অবসর নিয়ে ভাবতে বলার জন্য প্রধান কোচ রাহুল দ্রাবিড়কেও শুনতে হচ্ছে সমালোচনা। তবে, ঋদ্ধিমানের সাথে তাঁর এমন কথোপকথনের জন্য মোটেও দুঃখিত নন দ্রাবিড়। দ্রাবিড়ের মতে, একজন কোচ হিসেবে দলের খেলোয়াড়কে সত্যি কথা জানানোটাই তাঁর প্রধান দায়িত্ব।

“আমি মোটেও অনুতপ্ত নই। ঋদ্ধির অর্জন এবং ভারতীয় ক্রিকেটে তার অবদানের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমার কথোপকথন সেই জায়গা থেকেই এসেছে। আমি মনে করি, সততা এবং স্বচ্ছতা তার প্রাপ্য”-বলছিলেন দ্রাবিড়

এর আগে শ্রীলঙ্কা সিরিজ থেকে ঋদ্ধিমান সাহাকে বাদ দেয়ার কারণ হিসেবে দ্রাবিড় তাঁকে জানিয়েছিলেন, উইকেটকিপার ব্যাটার হিসেবে তিনি নির্বাচকদের প্রথম পছন্দ নন। এ নিয়ে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার মুখ খুললে সৌরভ গাঙ্গুলী এবং রাহুল দ্রাবিড়ের ভূমিকা নিয়ে ক্রিকেটমহলে প্রশ্ন তোলা হয়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img