১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

‘শীর্ষে’ ভারত, ‘দশ’-এ বাংলাদেশ

- Advertisement -

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে এখন ভারত। ২৬৯ রেটিং নিয়ে তালিকার এক নম্বরে অবস্থান করছে রোহিত শর্মার দল। অপরদিকে, একই রেটিং নিয়েও ভারতের চেয়ে ১০ পয়েন্ট কম থাকায় তালিকার দুই নম্বরে রয়েছে ইংল্যান্ড। ভারতীয়দের পয়েন্ট ১০৪৮৪, ইংলিশদের ১০৪৭৪। দুই দলই খেলেছে ৩৯টি করে ম্যাচ।

২৬৬ রেটিং নিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা যথাক্রমে তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে। এছাড়াও তালিকার ছয়ে অস্ট্রেলিয়া, সাতে ওয়েস্ট ইন্ডিজ, আটে আফগানিস্তান এবং নয়ে অবস্থান করছে শ্রীলঙ্কা। এক ধাপ অবনমন হওয়ায় ৩৭ ম্যাচে ২৩১ রেটিং এবং ৮৫২৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১০ নম্বরে।

অবশ্য, র‍্যাঙ্কিংয়ের অষ্টম স্থানে থাকা আফগানিস্তানের সাথে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে আবারো পয়েন্ট বাড়িয়ে নেয়ার সুযোগ থাকতে টাইগারদের সামনে। চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর মার্চের ৩ এবং ৫ তারিখে টি-টোয়েন্টি ম্যাচ দুটো ঢাকায় অনুষ্ঠিত হবে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img