টাইগারদের সাউথ আফ্রিকা সিরিজ থেকেই পেস বোলিং কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যালান ডোনাল্ড। যিনি শুধুমাত্র বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর স্বদেশীই নন, পুরোনো সতীর্থও বটে! এর আগে একসাথে কাজ করেছিলেন সাউথ আফ্রিকা দলের হয়ে। দীর্ঘদিন পর আবারো পুরোনো বন্ধুকে বাংলাদেশ দলের কোচিং প্যানেলে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ডমিঙ্গো। সেইসাথে ইচ্ছা প্রকাশ করেছেন, একসাথে কাজ করে বাংলাদেশ দলের জন্য দারুণ কিছু করার।
“সে একজন অভিজ্ঞ কোচ। আমরা আগেও একসাথে কোচিং করিয়েছি। সে দারুণ একজন মানুষ এবং খুব অভিজ্ঞ একজন ক্রিকেটার”-বলছিলেন ডমিঙ্গো
রাসেল ডমিঙ্গোর কোচিংয়ের ধরণ নিয়ে অনেক সমালোচনা আছে। এমনকি আর ঠিক কতদিন টাইগারদের কোচিংয়ের দায়িত্বে তাঁকে বহাল রাখা হবে, তা নিয়েও হচ্ছে বিস্তর আলোচনা। তবে এতকিছু মাথায় না রেখে সাউথ আফ্রিকান এই কোচ নতুন বোলিং কোচ অ্যালানের সাথে মিলে বাংলাদেশকে দারুণ কিছু উপহার দিতে চান। এ প্রসঙ্গে তিনি জানান, “আশা করছি, এবার আমাদের কোচিং প্যানেলে ভিন্ন মাত্রা যুক্ত হবে। উপমহাদেশ এবং অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার কন্ডিশনে বোলিংয়ের ব্যাপারে অ্যালান অনেক ভালো জানে। আশা করি, সে তার অভিজ্ঞতা আমাদের তরুণ পেসারদের সাথে ভাগাভাগি করে নিতে পারবে।”