কম বেশী প্রায় সব ক্রিকেটারের ক্যারিয়ারেই নির্দিষ্ট কিছু টার্গেট থাকে। নিজের সেট করা টার্গেট পূরণ করা সব ক্রিকেটারের জন্যই স্পেশাল। ব্যতিক্রম নন ভারতের বাঁহাতি অলরাউন্ডার রবীদ্র জাদেজাও। অনেক দিন ধরেই লালন করা স্বপ্নটা এবার পূরণ করতে পেরেছেন জাদেজা। ২০১৮ সালে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে জাদেজাকে প্রশ্ন করা হয়েছিলো, “ক্যারিয়ার শেষে কোন রেকর্ডটি আপনার নামের পাশে দেখতে চান?”
এই প্রশ্নের উত্তরে জাদেজার উত্তর ছিলো,
“কোনো একটি টেস্ট ম্যাচে সেঞ্চুরি এবং ইনিংসে পাঁচ উইকেট নিতে চাই”- রবিন্দ্র জাদেজা
অবশেষে আজ আসলো সেই দিন, স্বপ্ন পূরণ করলেন জাদেজা। শ্রীলঙ্কার বিপক্ষে পাঞ্চাবের মোহালিতে সাবেক অধিনায়ক ভিরাট কোহলির শততম টেস্টে কোহলি তেমন কিছু করতে না পারলেও, টেস্টটাকে নিজের মতো করে রাঙাচ্ছেন জাদেজা। প্রথম ইনিংসে জাদেজার অপরাজিত ১৭৫ রানে ভর করে ৫৭৪/৮ রানে ইনিংস ঘোষণা করে ভারত।
বল হাতেও এই বাঁহাতি স্পিনার বেশ সফল। শ্রীলঙ্কাকে মাত্র ১৭৪ রানে অলআউট করে ভারত, যেখানে দশ উইকেটের পাঁচটাই তার দখলে। এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে শিকার করেছেন ৩ উইকেট। আর দুটি উইকেট শিকার করলেই ঢুকে যাবেন একই ম্যাচে সেঞ্চুরি এবং ১০ উইকেটের ছোট্ট ক্লাবে। এই ক্লাবের সদস্য সংখ্যা এখন মাত্র তিন জন। স্যার ইয়ান বোথাম, ইমরান খান এবং সাকিব আল হাসানদের পর এবার জাদেজার পালা।