ভারতের ইতিহাসের সেরা স্পিনার কে? নিঃসন্দেহে যেকোনো ক্রিকেট অনুসারী বলবেন অনিল কুম্বলের নাম, এটাই অনুমিত। পরিসংখ্যানও কুম্বলের পক্ষেই কথা বলে। ভারতেই এই স্পিন জিনিয়াসের টেস্ট উইকেট সংখ্যা ৬১৯ টি। দীর্ঘদিন ছিলেন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে। এখন আছেন চতুর্থ স্থানে আর ভারতীয়দের মাঝে এখনো প্রথম।
তবে হুমকির মুখেই আছে তাঁর এই রেকর্ড। রবীচন্দ্রন অশ্বিন যেভাবে এগোচ্ছেন তাতে আশ্বিনের খুব একটা সময় লাগবেনা। আজ ছাড়িয়ে গেলেন এতদিন যাবৎ ভারতীয় বোলার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক কাপিল দেবকে। টেস্ট ক্রিকেটে কাপিল দেবের উইকেট সংখ্যা ৪৩৪ টি।
পাঞ্চাবের মোহালিতে অ্যাঞ্জেলা ম্যাথিউসকে লেগ বিফোরের ফাঁদে ফেলে কাপিলকে ছাড়িয়ে গেলেন অশ্বিন। অশ্বিনের উইকেট সংখ্যা এখন ৪৩৬ টি। অশ্বিনের সামনে এখন শুধুই কুম্বলে। ৪৩৬ উইকেট শিকার করতে অশ্বিনকে খেলতে হয়েছে ৮৫ টি টেস্ট। যেখানে কাপিল খেলছেন ১৩১ টেস্ট। সবার উপরে থাকা কুম্বলে খেলেছেন কাপিলের চেয়ে এক ম্যাচ বেশী। তবে ধরে নেওয়া যেতেই পারে অশ্বিন যেভাবে এগোচ্ছেন তাতে ক্যারিয়ার শেষে উইকেট সংখ্যায় কুম্বলের চাইতেও এগিয়ে থাকবেন তিনি।