উয়েফা চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনের সেকেন্ড লেগ শুরু হচ্ছে বুধবার রাতে। আলাদা ম্যাচে মাঠে নামছে দুই হট ফেভারিট লিভারপুল এবং বায়ার্ন মিউনিখ। দুটো ম্যাচই রাত ২ টায়।
রাত ২ টায় নিজেদের হোম গ্রাউন্ড অ্যানফিল্ডে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের মুখোমুখি হবে লিভারপুল। ফেব্রুয়ারিতে সান সিরোতে প্রথম লেগে রবার্তো ফিরমিনো এবং মোহাম্মদ সালাহ’র গোলে ইন্টারকে ২-০ তে হারিয়েছিলো জার্গেন ক্লপের দল।
সবশেষ পাঁচ ম্যাচের সব গুলোতে জিতেছে লিভারপুল। সব মিলিয়ে এই ম্যাচে অনেক বেশি নির্ভার লিভারপুল। বিপরীতে শেষ পাঁচ ম্যাচে জয় পেয়েছে শুধুমাত্র সবশেষ ম্যাচে। এই ম্যাচ ড্র করলে অথবা ১-০ ব্যবধানে হারলেও পরের রাউন্ডে যাবে লিভারপুল। অন্যদিকে পরের রাউন্ডে যেতে হলে ইন্টারকে ম্যাচ জিততে হবে কমপক্ষে ৩-০ গোলে। ৩-১ গোলে জিতলেও ১ টি অ্যাওয়ে গোল বেশী থাকায় পরের রাউন্ড নিশ্চিত করবে ইন্টার। নির্ধারিত ৯০ মিনিটে ইন্টার ২-০ তে এগিয়ে থাকলে ম্যাচ গড়াবে অতিরক্ত সময়ে।
একই সময়ে আলিয়াঞ্জ অ্যারেনায় জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রেড বুল সালজবার্গ। ফেব্রুয়ারিতে রেড বুল অ্যারেনায় সালজবার্গের সাথে ১-১ গোলে ড্র করে বায়ার্ন। কোয়ার্টার ফাইনালে যেতে হলে দুই দলেরই ১-০ জিতলেই চলবে। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ড্র থাকলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে।
নিজেদের সর্বশেষ লিগ ম্যাচেও হোম ভেন্যুতে বায়ার লেভারকুসেনের সাথে ১-১ গোলে ড্র করেছে মুলার-লেভাদের বায়ার্ন। এছাড়া সব শেষ ৫ ম্যাচে বায়ার্নের জয় মাত্র ২ টি, ড্র ২ টি আর হার ১ টি। বিপরীতে সালজবার্গের ৩ জয় আর ২ ড্র।