চব্বিশ বছর পর অস্ট্রেলিয়া পাকিস্তানের টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলো। পাকিস্তানের জন্য বড় উপলক্ষ, অস্ট্রেলিয়ার জন্য বড় পরীক্ষা। কত জল্পনা কল্পনা নিয়ে মাঠে গড়ানো রাওয়ালপিন্ডি টেস্ট ড্র হয়েছে, পাঁচদিনে উইকেট গেছিলো মাত্র ১৪টি। এমন পিচ আইসিসির কাছে বাজে হিসেবেই গন্য হওয়ার কথা, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড আশা করছে এমন কিছুই হবেনা।

রাওয়ালপিন্ডির পিচ নিয়ে খেলা শুরুর আগে থেকেই নানাভাবে সমালোচনা করেছে অস্ট্রেলিয়া। ম্যাচের আগেই তো এই পিচকে হাইওয়ে হিসেবে আখ্যা দিয়েছিলো অজি মিডিয়া। ম্যাচের চতুর্থ দিনে স্টিভেন স্মিথ বলেছিলেন এউ উইকেটে কিছুই নেই আর ম্যাচ শেষে মুখ খুলেছেন অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স। বলেছেন অস্ট্রেলিয়ার পেসি অ্যাটাককে নিরস্ত করতে এমন উইকেট বানিয়েছে পাকিস্তান।

আইসিসির নিয়ম অনুযায়ি যেকোন টেস্ট উইকেটে সিম, স্পিন, বাউন্স এবং ক্যারি থাকতে হবে। ব্যাটে বলে সমান লড়াই হতে হবে এবং বোলারদের জন্য সাহায্যই যেনো কিছুটা বেশি থাকে। অথচ, রাওয়ালপিন্ডির উইকেটে এর কিছুই ছিলনা। ঠিক একই কারণে ২০১৭ এর অ্যাশেজে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের উইকেটকে বাজে বলেছিলেন পিন্ডি টেস্টের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। তাই পিন্ডির উইকেটের ভাগ্যেও একই ঘটনা জুটতে পারে।
আইসিসির নিয়ম অনুযায়ি কোন মাঠের পিচ বাজে বলে গণ্য হলে তা ১ ডিমেরিট পয়েন্ট পাবে। পাঁচ বছরে পাঁচটা ডিমেরিট পয়েন্ট হলে পরবর্তি ১২ মাস কোন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারবেনা সেই স্টেডিয়াম।