রবিবার রাত ৯টা থেকেই ‘শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে’ গণমাধ্যমের ভিড় বাড়তে শুরু করে। অবশেষে, মনের সকল দ্বিধা ও সংশয় দূর করে রাত ১১টার ফ্লাইটে সাউথ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সাকিব আল হাসান। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জেতাটা টাইগারদের জন্য বেশ কঠিন। সেটা ভালভাবেই জানা আছে বিশ্বসেরা অলরাউন্ডারের। তাই এই সিরিজ নিয়ে ‘আকাশ-কুসুম কল্পনা’ করছেন না তিনি। প্রোটিয়াদের বিপক্ষে নাকি এক ম্যাচ জিতলেও খুশি থাকবে টাইগাররা! তবে, এই সিরিজ ঘিরে ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই বলেও জানিয়েছেন সাকিব।
“যদি সিরিজ জিততে পারি খুবই ভালো হবে। অন্তত একটা ম্যাচও যদি জিততে পারি সেটাও আমাদের জন্য ভালো ফলাফল। আমার ধারণা, পুরো দলেরই একইরকম লক্ষ্য থাকবে এবং আমরা সেভাবেই প্রস্তুতি নিব”-বলছিলেন সাকিব
দলের প্রয়োজনে নিজের সামর্থ্যের সবটুকু দিয়েই খেলতে চান বাঁহাতি এই ব্যাটসম্যান। তবে নেই কোনো ব্যক্তিগত লক্ষ্য। এ প্রসঙ্গে তিনি বলেন, “দলীয় ও ব্যক্তিগতভাবে ওদের মাটিতে আমরা কেউই বোধহয় খুব বেশি কিছু করতে পারিনি। এটা পরিবর্তন করার একটা সুযোগ আছে আমাদের সামনে। আমাদের সেটাই করার চেষ্টা থাকবে। তবে ব্যক্তিগত প্রত্যাশা কখনো ছিল না, এখনও নেই।”
বাংলাদেশ দল সাউথ আফ্রিকায় একদিন আগে পৌঁছালেও সাকিব যাচ্ছেন একদিন পরে। তারপরও দলের সাথে প্রথম দিন থেকেই অনুশীলনে নামবেন তিনি। এমনটা জানিয়েই সাকিব বলেন, “আজ ১৩ তারিখ। ইনশাআল্লাহ্, কাল থেকেই প্র্যাকটিস করব। কাল থেকে ট্রেনিং শুরু হলে ঐ সময় মাঠে উপস্থিত থাকব। আমি মনে করি সেখানে যথেষ্ট প্রস্তুতি নিতে পারব।”