১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

দেখেশুনে পাওয়ারপ্লে শেষ করেছে বাংলাদেশ

- Advertisement -

সেঞ্চুরিয়ানে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে প্রথম পাওয়ারপ্লেটা ভালোভাবেই শেষ করেছে বাংলাদেশ। ১০ ওভার শেষে তামিম ইকবালের দল সংগ্রহ করেছে বিনা উইকেটে ৩৩ রান। তামিম ইকবাল ১৪ এবং লিটন দাস অপরাজিত আছেন ১৮ রানে।

শুক্রবারও ভালো শুরু করেছেন লিটন দাস
শুক্রবারও ভালো শুরু করেছেন লিটন দাস

সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে বাংলাদেশ যখন টস হেরে আগে ব্যাট করার আমন্ত্রন পায় তখন হয়তো দেশি সমর্থকদের বুকটা কিছুটা কেঁপে উঠেছিলো। মেঘলা আকাশে সেঞ্চুরিয়ানের উইকেটে প্রোটিয়া বোলারদের সুইং সামলানোটা চ্যালেঞ্জ হবে সেটা বোঝাই গেছিলো। কিন্তু বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন প্রথম পাওয়ারপ্লে।

লুঙ্গি এনগিডিকে মেইডেন দিয়ে বাংলাদেশের ইনিংস শুরু করেন তামিম ইকবাল। ইনিংসের ১২তম বলে বাংলাদেশ প্রথম রান তোলে, রাবাদাকে পুল করে ২ রান নেন লিটন দাস। বাংলাদেশের ইনিংসের প্রথম বাউন্ডারি আসে ১৮তম বলে। এনগিডিকে আপার কাট করে ছক্কা মারেন তামিম ইকবাল।

পুল শট খেলার পথে লিটন দাস
পুল শট খেলার পথে লিটন দাস

কোন উইকেট না হারালেও পাওয়ারপ্লেতে রানের গতি খুব একটা বাড়াতে পারেনি বাংলাদেশ দল। পাওয়ারপ্লের দশ ওভারে টাইগাররা মোট ৪টি বাউন্ডারি মেরেছে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img