২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

তাসকিনের বদলে মুজারাবানি

- Advertisement -

টাইগার পেসার তাসকিন আহমেদের সাম্প্রতিক পারফর্ম্যান্স মনে ধরেছিল আইপিএলের নতুন দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের। ইংলিশ পেসার মার্ক উড চোটের কারণে আইপিএল থেকে তাসকিনকে পেতে বিসিবির সাথে যোগাযোগ করেছিল বিসিসিআই। তবে, তাসকিনের সেখানে খেলার অনুমতি মেলেনি। অবশেষে, এই ডানহাতি পেসারকে না পেয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ।

 

২৫ বছর বয়সী ডানহাতি এই পেসার জিম্বাবুয়ের হয়ে এখন পর্যন্ত খেলেছে ৬টি টেস্ট, ৩০টি ওয়ানডে আর ২১টি টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক টি-২০ তে ৭.৯৯ ইকোনমি রেটে নিয়েছেন ২৫ উইকেট। এছাড়াও, টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৪৪।

এবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নেতৃত্বে থাকবেন ভারতীয় ওপেনার কেএল রাহুল, যিনি গত দুই মৌসুমে পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়েছেন। ২৮ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে তারা।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img