২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

‘ভালো শুরুর পর আমরা ঘুমিয়ে গিয়েছিলাম’

- Advertisement -

ওয়ানডে ফরম্যাটে সাউথ আফ্রকার সময়টা মোটেও ভালো যাচ্ছে না। নিজেদের মাটিতেই টাইগারদের বিপক্ষে সিরিজ হেরে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলেও তাদের অবস্থানটাও এখন আরো বেশি নড়বড়ে। ১৩ ম্যাচে মাত্র ৪ জয় নিয়ে তাদের অবস্থান তালিকার ৯ নম্বরে। তাদের প্রধান কোচ মার্ক বাউচারের দাবি, তাদের পরাজয়ের পেছনে বারবার ব্যর্থ হওয়ার ভয়টাই প্রধান ভূমিকা রেখেছে।

“আমাদের সঠিক পরিকল্পনার অভাব ছিল। প্রথমে খুব ভালো শুরু করার পর, আমরা আসলে ঘুমিয়ে গিয়েছিলাম। আমরা ভালো শুরুর পর খেলাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। তবে সেটা করতে পারিনি”-বলেছিলেন বাউচার 

তাসকিনের বল সামলাতেই পারেনি সাউথ আফ্রিকা

তৃতীয় ও শেষ ওয়ানডেতে সিরিজের ভাগ্যনির্ধারণী ম্যাচে মূলত পেসার তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়েই ঘায়েল হয় প্রোটিয়ারা। দলের বাকি বোলারদের চাপটাও তারা ঠিকঠাক সামলাতে পারেনি। আর তাতেই নাকি সাউথ আফ্রিকার এমন শোচনীয় পরাজয়! এ প্রসঙ্গে বাউচার জানান, “আমার মনে হয় ওরা ভালো বোলিং করেছে কিন্তু স্কোর করার সুযোগ তৈরি করতে আপনাকে কিছু ঝুঁকি নিতেই হবে। একটা নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট না করেই আমরা আউট হওয়ার ভয়েই আউট হয়ে গেছি। এই উইকেটে তিনশোর বেশি রান হতে পারত।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img