১৪ মার্চ ২০২৫, শুক্রবার

পুরোনো ছন্দে ফিরতে চান মুনিম

- Advertisement -

বিপিএলটা গিয়েছিল স্বপ্নের মতো! ‘ফরচুন বরিশালের’ হয়ে ওপেনিংয়ে নেমে নিজের শক্তিমত্তা দেখিয়ে হয়ে উঠেছিলেন দলের অন্যতম ভরসা। তবে ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলের হয়ে অভিষেকের পর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খুব বেশি সুবিধা করতে পারেননি তিনি। ডিপিএলে খেলছেন ঐতিহ্যবাহী আবাহনী ক্লাব লিমিটেডের হয়ে, সেখানেও পাচ্ছেন না খুব বেশি রানের দেখা। তবে চেষ্টার কোনো কমতি রাখছেন না, খুব তাড়াতাড়িই রানে ফেরার আশা করেছেন ডানহাতি এই ব্যাটার।

“বিপিএলটা যেভাবে গেছে আলহামদুলিল্লাহ্‌। কিন্তু ডিপিএলের শুরুটা সেভাবে হয়নি আমার। ইনশাআল্লাহ্‌, সামনের ম্যাচে ভালো করার চেষ্টা করব”-বলছিলেন মুনিম 

বিপিএলে দারুণ খেলেছিলেন মুনিম

ডিপিএলে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে করেছেন মোটে ৬১ রান। শেষ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৩১ রানের ইনিংস খেললেও সেটাকে আর বড় করতে পারেননি। তবে, এখনই হতাশ হচ্ছেন না তিনি। নিজের ব্যাটিং নিয়ে আলাদাভাবে ছকও কষছেন। এ প্রসঙ্গে মুনিম বলেন, “নিজের ব্যাটিং নিয়ে আলাদা চিন্তা-ভাবনা তো আছেই। তবে আমি যেভাবে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করি, শেষ ম্যাচটা তেমনই হচ্ছিল। কিন্তু ইনিংস বড় হচ্ছে না। আল্লাহ্‌ চাইলে অবশ্যই হবে।” 

মুনিম শেখ জামালের বিপক্ষে ভালো খেলতে চান

শুক্রবার ডিপিএলের নবম রাউন্ডে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মুখোমুখি হবে তিনে থাকা আবাহনী। নিজের দলের ভালো খেলার ব্যাপারে আশাবাদ জানিয়ে মুনিম বলেন, “শেখ জামাল অবশ্যই ব্যালেন্সড টিম। আমরাও যথেষ্ট পরিমাণের ভালো একটা দল। আশা করি, ভালো একটা খেলা হবে এবং রেজাল্ট আমাদের পক্ষে আসবে।”  

এখন পর্যন্ত ৭ ম্যাচে ৫ জয় নিয়ে আবাহনীর সংগ্রহ ১০ পয়েন্ট। তবে, এখনই সেসব নিয়ে ভাবতে নারাজ এই ওপেনার জানান, “কয়েকটা ম্যাচই হয়েছে। এখনো পয়েন্ট টেবিল নিয়ে এতো চিন্তা-ভাবনা নেই। শক্তিমত্তার দিক থেকে আবাহনী তো আবাহনীই। এটা আমাদের গর্বের জায়গা। আর শেখ জামালও যথেষ্ট ভালো খেলছে। আশা করি, একটা ভালো ম্যাচ হবে।”  

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img