গত রোববার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই স্কোয়াডের সাথে প্রথম টেস্টের জন্য দলে ডাকা হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকতকে। সৈকতের সামনে দীর্ঘ তিন বছর পর জাতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে ফেরার সুযোগ।
কাকতালীয়ভাবে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই আবার শুরুর সুযোগ পাচ্ছেন সৈকত। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলের হয়ে নিজের সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন, সেই চট্টগ্রামেই প্রথম টেস্টে ডাক পেয়েছেন। শুধু প্রতিপক্ষের নামটাই বদলেছে, এবারে বিপক্ষ দল শ্রীলঙ্কা।
তিন বছর আগে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট হাতে ৪৮ এবং দ্বিতীয় ইনিংসে ১২ রানে আউট হওয়ার পর দল থেকেই ছিটকে গিয়েছিলেন; কিন্তু বিসিএল এবং সদ্য সমাপ্ত ডিপিএলের ভালো পারফরম্যান্স সৈকতকে সুযোগ করে দিয়েছে নিজেকে প্রমাণের।
জাতীয় দলের হয়ে টেস্টে ৩ ম্যাচে ১৬৪ রান; গড় ৪১! ব্যক্তিগত সর্বোচ্চ ৭৫ রানের ইনিংসটিও খেলেছিলেন এই লঙ্কানদের বিপক্ষেই। দেখার অপেক্ষা সেই রানটাকে এবার ছাড়িয়ে যেতে পারেন কি না!