২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

‘বাংলাদেশ টাইগার্সের’ ক্যাম্প শেষে ‘এ’ দলে ফিরতে চান নাঈম

- Advertisement -

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ‘বাংলাদেশ টাইগার্সের’ ক্যাম্প। প্রথম ক্যাম্পে ডাক না পেলেও নিজের পরিশ্রম এবং নজরটানা পারফরম্যান্স দিয়ে ডাক পেয়েছেন নাঈম ইসলাম। অবশেষে ক্যাম্পে ডাক পেয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।

‘বাংলাদেশ টাইগার্স’ ক্যাম্পে শনিবার রানিং সেশন করেছেন নাঈম

শনিবার সকালেই এসেছিলেন মিরপুর, ফিটনেস নিয়ে কাজ করেছেন। প্রায় চল্লিশ মিনিট দৌড়েছেন, অনুশীলনে ঘাম ঝরিয়েছেন। বয়স বেড়েছে, বেশীরভাগ সময় থাকতে হয় প্রতিযোগিতামূলক খেলার বাইরে। রানিংয়ের সময় যে কষ্ট হচ্ছিলো সেটা বোঝাই যাচ্ছে, তবুও দমে যাননি। জানেন, এই সুযোগ এসেছে অনেকদিন পর। হতেও পারে এটাই শেষবার। তাই নিজেকে প্রস্তুত করছেন সেভাবেই, পাখির চোখ করছেন ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের আশায়।

“প্রতিটা প্লেয়ার যারা জাতীয় দলের বাইরে আছে, তাদের লক্ষ্য থাকে আবারো জাতীয় দলে ফেরার। আমার ওইরকম ইচ্ছা। সামনে ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজে একটা ট্যুর আছে। আমি যদি সেখানে সুযোগ পাই, চেষ্টা করব নিজের সর্বোচ্চটা দিয়ে খেলতে। বাকিটা তো পড়ে দেখা যাবে, ইনশাআল্লাহ্‌”-বলছিলেন নাঈম 

‘বাংলাদেশ টাইগার্স’ ক্যাম্পের স্কিল ক্যাম্প শুরু হওয়ার আগে ফিটনেস ক্যাম্প দিয়েই অনুশীলন শুরু করেছেন দলে ডাক পাওয়া ২৯ জন ক্রিকেটার। বিসিবির নেয়া এমন কার্যকরী উদ্যোগের প্রশংসা করে নাঈম জানান, “ডিপিএলের পর প্রায় একমাস আমরা খেলার বাইরে আছি। মূল ক্যাম্প শুরু হওয়ার আগে এই ফিটনেস সেশন আমাদের অনেক কাজে দেবে। যেই উদ্যোগ নিয়েছে বিসিবি, এটা শুধু বর্তমানেই না; ভবিষ্যতেও এখান থেকে অনেক উপকৃত হবে বিসিবি। এটা খুবই ভালো একটা উদ্যোগ।”   

জাতীয় দলের জার্সি গায়ে সর্বশেষ ২০১৪ সালের এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন

উল্লেখ্য, সম্প্রতি শেষ হওয়া ডিপিএলে ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৫ ইনিংসে ৬৬.০৮ গড়ে ৫ ফিফটি এবং ২ সেঞ্চুরিসহ তুলেছেন ৮৫৯ রান। বল হাতেও নিয়েছেন ১১টি উইকেট। এমন দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই মূলত ‘বাংলাদেশ টাইগার্স’ ক্যাম্পে ডাক পেয়েছেন তিনি। ২০১৪ সালে শেষবার ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছিলেন নাঈম ইসলাম।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img