জমে উঠেছে এজবাস্টন টেস্ট; শেষদিনে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ১১৯ রান; ভারতের সাত উইকেট। তবে মাঠের খেলা ছাপিয়ে আলোচনা নিয়েছে ভিন্ন মোড়; ম্যাচের চতুর্থ দিনে গ্যালারীতে ইংলিশ সমর্থকদের বিরুদ্ধে উঠেছে বর্ণোবাদী আচরণের অভিযোগ। ইতোমধ্যে বিষয়টি তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ওয়ারউইকশায়ার কাউন্টি কর্তৃপক্ষ।
Sad to say many of our members experienced racist abuse from a very small minority of individuals. We will work with @Edgbaston to share all your feedback.
Thank you to those England fans who stood by us. 🙏🏾#BharatArmy #ENGvIND
— The Bharat Army (@thebharatarmy) July 4, 2022
অভিযোগ এসেছে মূলত ভারতীয় সমর্থকগোষ্ঠী ‘ভারত আর্মি’-র সদস্য অনিল সেহমির পক্ষে থেকে। টুইটারে তিনি লিখেছেন, গ্যালারির ২২ নম্বর ব্লকে বর্ণবাদী আচরণ করা হয় ভারতীয় সমর্থকদের সঙ্গে, বার বার বলার পরেও কোনো ব্যবস্থা নেয়নি কর্মরত নিরাপত্তাকর্মীরা। উল্টো ভারতীয়দেরই শান্ত থাকতে বলা হয়েছে।
We are very concerned to hear reports of racist abuse at today's Test match. We are in contact with colleagues at Edgbaston who will investigate. There is no place for racism in cricket
— England and Wales Cricket Board (@ECB_cricket) July 4, 2022