২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার

‘ভবিষ্যৎ’ অধিনায়কের সাথে পাকিস্তানের ‘বর্তমান’ অধিনায়কের দেখা

- Advertisement -

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বাবর আজমের উদ্দেশ্যে চিঠি লেখা পাকিস্তানের ক্ষুদে সেই ভক্তের কথা মনে আছে? গেল বিশ্বকাপে দারুণ পারফর্ম করেও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে হেরে যায় বাবরের দল। পুরো টুর্নামেন্টে উড়তে থাকা দলটির এমন বিদায়ে ভক্তদের মন ভেঙ্গে যায়।

কিন্তু সে সময় মোহাম্মদ হারুন সুরিয়া নামের ক্ষুদে এক ভক্তের একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যেখানে আট বছর বয়সী সুরিয়া লিখেছিল, সেমিফাইনালে হারলেও দলের পারফরম্যান্সে সে অন্তত গর্বিত। পাশাপাশি, সেই চিঠিতে পাকিস্তানের ভবিষ্যৎ অধিনায়ক হওয়ার ইচ্ছার কথাও জানায় সুরিয়া।

ভক্তের এমন চিঠি নজরে আসে বাবর আজমেরও। চিঠির প্রতিক্রিয়া হিসেবে বাবরও তখন নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করে জানান, পাকিস্তানের ‘ভবিষ্যৎ অধিনায়কের’ সাথে দেখা করতে এবং তার অটোগ্রাফ নিতে মুখিয়ে আছেন তিনি।

অবশেষে, এই ঘটনার প্রায় এক বছর পর সুরিয়ার সাথে দেখা করেছেন বাবর। এশিয়া কাপ খেলতে পাকিস্তান দল বর্তমানে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে। সেখানেই দেখা হয়েছে দুজনের। বাবর আজমসহ দলের বাকি ক্রিকেটারদের স্বাক্ষর করা একটি ব্যাট এবং একটি টি-শার্টও উপহার দেয়া হয়েছে এই ভক্তকে। কারণ, এক বছর আগের লেখা সেই চিঠিতে বাবরসহ দলের সব ক্রিকেটারের অটোগ্রাফ চেয়েও পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আবদার করেছিল হারুন সুরিয়া।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img