২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ফিঞ্চের বিদায় সেঞ্চুরিতে রাঙালেন স্মিথ

- Advertisement -

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচের আগে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দুই ফরম্যাটের অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানিয়েছিলেন ওয়ানডে ক্রিকেটকে বিদায়ের সিদ্ধান্ত। শেষ ম্যাচে এই ব্যাটার করলেন ১৩ বলে ৫ রান। তবে সতীর্থ স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে জয় নিয়েই বিদায় বললেন ফিঞ্চ। ২৫ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া।

অজিদের বিপক্ষে টানা দশ ওয়ানডে হারলো কিউইরা। শুধু তাই নয়, শেষ এক দশকে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে নিউজিল্যান্ড জয়শুণ্য। প্রথম ওয়ানডেতে সুযোগ তৈরি করেও হেরেছে সফররতরা। দ্বিতীয় ওয়ানডে দুইশোর কম লক্ষ্যের বিপরীতে একশোর নিচে অলআউট কেন উইলিয়ামসনের দল। শেষ ম্যাচেও সুযোগ ছিল। তবে কেয়ার্নসে ২৬৭ রানের পুঁজি নিয়ে তাদের ২৪২ রানে আটকে দিয়েছে অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ডের বিপক্ষে স্মিথের সেঞ্চুরি। ছবি: টুইটার

১৬ রানেই ২ উইকেট হারিয়ে বসা অস্ট্রেলিয়া পরবর্তীতে ঘুরে দাঁড়িয়েছে স্মিথের ব্যাটে। ১৩১ বলে এই ব্যাটার করেছেন ১০৫ রান। মার্নাস লাবুশেনের ব্যাটে এসেছে ৭৮ বলে ৫২ রান। এলেক্স ক্যারির অপরাজিত ৪৩ বলে ৪২ আর শেষদিকে ক্যামেরন গ্রিনের ১২ বলে ২৫ রানের ক্যামিওতে আড়াইশ পেরুয় স্বাগতিক দল।

জবাবে দারুণ শুরুর পরেও লক্ষ্যে পৌঁছুতে পারেনি নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপসের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৫২ বলে ৪৭। অজিদের হয়ে ৬০ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া:  ২৬৭/৫ (৫০ ওভার) (স্মিথ ১০৫, লাবুশেন ৫২, ক্যারি ৪২*, গ্রিন ২৫*; বোল্ট ১০-৪-২৫-২, স্যান্টনার ১০-০-৫২-১, ফার্গুসন ১০-০-৫৬-১, সাউদি ১০-১-৫৭-১)

নিউজিল্যান্ড:  ২৪২ (৪৯.৫ ওভার) (ফিলিপস ৪৭, নিশাম ৩৬, অ্যালেন ৩৫, স্যান্টনার ৩০, উইলিয়ামসন ২৭; স্টার্ক ৯.৫-০-৬০-৩, গ্রিন ৬-০-২৫-২, অ্যাবট ১০-৩-৩১-২, জ্যাম্পা ১০-০-৫৩-১, হেইজেলউড ১০-০-৫১-১)

ফলাফল: অস্ট্রেলিয়া ২৫ রানে জয়ী

ম্যাচসেরা: স্টিভেন স্মিথ

সিরিজ:  অস্ট্রেলিয়া ৩ – ০ নিউজিল্যান্ড

ম্যান অব দা সিরিজ: স্টিভেন স্মিথ

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img